Ajker Patrika

মোস্তাফিজদের সঙ্গে কাজ করতে তর সইছে না আগারকারের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০: ২৪
মোস্তাফিজদের সঙ্গে কাজ করতে তর সইছে না আগারকারের

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন মোস্তাফিজুর রহমান। মেগা নিলাম থেকে ২ কোটি রুপিতে ‘কাটার মাস্টার’কে দলে টানে দিল্লি ক্যাপিটালস।

মোস্তাফিজের নতুন দল সহকারী কোচ করে এনেছে ভারতের সাবেক পেসার অজিত আগারকারকে। ফ্র্যাঞ্চাইজিটি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

আগারকার কাজ করবেন প্রধান কোচ রিকি পন্টিং, বোলিং কোচ জেমস হোপস ও আরও দুই সহকারী কোচ শেন ওয়াটসন ও প্রবীণ আমরের সঙ্গে। 

আইপিএলের গত মৌসুমে সহকারী কোচ হিসেবে কাজ করা মোহাম্মদ কাইফ ও অজয় রাত্রার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি দিল্লি। 

মোস্তাফিজের দলকে দিয়েই কোচিংয়ে হাতেখড়ি হচ্ছে ৪৪ বছর বয়সী আগারকারের। নতুন ভূমিকায় কাজ শুরু করতে তর সইছে না তাঁর, ‘দিল্লি ক্যাপিটালসের অংশ হতে পেরে আমি খুব রোমাঞ্চিত। ক্রিকেটে প্রথমে একজন খেলোয়াড় হতে পেরে এবং ভিন্ন ভূমিকায় ফিরে আসতে পেরে আমি যথেষ্ট ভাগ্যবান।’ 

নতুন শিষ্যদের নিয়েও আশাবাদী আগারকার, ‘আমাদের তরুণ ও দুর্দান্ত স্কোয়াড রয়েছে, যার নেতৃত্বে আছে বিশ্বের প্রতিভাবান খেলোয়াড়দের একজন—ঋষভ পন্ত। কোচ রিকি পন্টিং তো এই খেলার কিংবদন্তি। তাদের সঙ্গে কাজ করতে আমি উন্মুখ হয়ে আছি। বিশেষ কিছু স্মৃতি তৈরি করতে আমার তর সইছে না।’ 

ভারতের হয়ে ২৬ টেস্ট, ১৯১ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেছেন আগারকার। তিন সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৩৪৯ উইকেট। টেস্টে ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি আছে লর্ডসে। আইপিএলে তিনি খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত