Ajker Patrika

দ্রাবিড়কে প্রমাণ করতে হবে সে ‘ওভাররেটেড’ কোচ নয়

দ্রাবিড়কে প্রমাণ করতে হবে সে ‘ওভাররেটেড’ কোচ নয়

রাহুল দ্রাবিড় ভারতের কোচের দায়িত্ব নিয়ে এখনো তিন মাসও হয়নি। গত বছরের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ভারতের প্রধান কোচের দায়িত্বে দ্রাবিড়। এই অল্প সময়েই মুদ্রার এপিঠ ওপিঠ দেখে ফেলেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক। 

ভারতের বয়সভিত্তিক দলকে সাফল্য এনে দিয়েছেন দ্রাবিড়। তাঁর অধীনে ভারত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জিতেছে। দলের সমৃদ্ধ পাইপলাইন গড়ে তোলার পেছনেও বড় অবদান আছে তাঁর। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পরেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ সফল ছিলেন দ্রাবিড়। টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে কিউইদের ধবলধোলাইয়ের পর ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জেতে ভারত। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েই এলোমেলো বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। টেস্টে সিরিজ হারের পর ওয়ানডেতে হয়েছেন ধবলধোলাই। সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার মনে করছেন, দ্রাবিড়কে প্রমাণ করতে হবে যে তিনি ওভাররেটেড কোচ নন। 

দক্ষিণ আফ্রিকায় এমন ভরাডুবির পর দ্রাবিড়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। এই কাজ দ্রাবিড় কতটুকু করতে পারবেন সেটি সময় বলে দেবে। কিন্তু শোয়েবের আশা দ্রাবিড় নিজেকে প্রমাণ করবেন। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, ‘আমি আশা করি লোকে বলবে না সে (দ্রাবিড়) একজন ওভাররেটেড কোচ, তাকেই এটি প্রমাণ করতে হবে। রবি শাস্ত্রীর জায়গাটি তাকেই পূরণ করতে হবে। তার সামনে অনেক বড় দায়িত্ব আছে, দেখা যাক সে কেমন করে।’ 

জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছিল ভারত। এরপরেই উল্টে যায় পাশার দান। সেঞ্চুরিয়ান টেস্ট জেতার পরের দুই টেস্ট, এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতীয় দলের ব্যর্থতার গল্পটা বদলায়নি। টানা ৫ ম্যাচেই হেরেছে কোহলিরা। শোয়েব অবশ্য মনে করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে পারফরম্যান্সই সবকিছু শেষ করে দেয়নি, ‘আমি জানি না (বিসিসিআই প্রেসিডেন্ট) সৌরভ গাঙ্গুলি এবং অন্যান্যরা কে কী ভাবছেন। অবশ্যই ভারতের ক্রিকেট পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে। না, তারা (ভারতীয় ক্রিকেট) নিচের দিকে যাচ্ছে না। আপনাকে বর্তমান অবস্থার দখল নিয়ে নিতে হবে। রাহুল দ্রাবিড়ের হাতে এখন বেশ বড় দায়িত্ব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত