ক্রীড়া ডেস্ক
উইকেটের জন্য হন্যে হয়ে খুঁজছে দিল্লি ক্যাপিটালস। এমন সময় একটা উইকেট প্রায় পেয়েই গিয়েছিল মোস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেলদের দিল্লি। কিন্তু রিভিউ নিয়েও গুজরাট টাইটান্সের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি দিল্লি। মোস্তাফিজ-অক্ষরদের সতীর্থ কুলদীপ যাদব তাতে মেজাজ হারিয়েছেন।
দিল্লির দেওয়া ২০০ রানের লক্ষ্যে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করে ফেলে গুজরাট। অষ্টম ওভারের প্রথম বলে সাই সুদর্শনের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন কুলদীপ। আবেদন করতে করতে হয়রান কুলদীপ দিল্লি অধিনায়ক অক্ষরকে রিভিউ নিতে বলেন। রিভিউতে দেখা যায়, বল লাইনে পিচ করেছে। ইমপ্যাক্টও লাইনেই দেখিয়েছে। কিন্তু লেগ স্টাম্পে আঘাত হানায় আম্পায়ার্স কলে সুর্দশন বেঁচে যান। মেজাজ হারিয়ে মাঠের আম্পায়ারের দিকে তাকিয়ে কী যেন বলেছেন কুলদীপ।
স্টাম্প মাইকে কুলদীপকে বলতে শোনা গেছে, ‘যদি আম্পায়ার্স কলই হয়ে থাকে...’। বাকিটুকু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের চিৎকারে শোনা যায়নি। বোঝাই যাচ্ছিল, আম্পায়ারের প্রতি কতটা ক্ষিপ্ত হয়েছেন এই বাঁহাতি চায়নাম্যান বোলার। কুলদীপের মাথা ঠাণ্ডা করতে এরপর এগিয়ে আসেন অক্ষর।
অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৩ উইকেটে করেছে ১৯৯ রান। ইনিংস সর্বোচ্চ ১১২ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ৬৫ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কা মেরেছেন। আইপিএল ক্যারিয়ারে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। জবাবে ৬ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। ১৯তম ওভারের শেষ বলে দিল্লির লেগস্পিনার ভিপরাজ নিগমকে ছক্কা মেরে গুজরাটকে প্লে অফে তোলেন সুদর্শন। ৬১ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। আর দিল্লির হয়ে খেলা মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ২৪ রান।
১২ ম্যাচে ৯ জয় ও ৩ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসেরও প্লে অফ নিশ্চিত হয়েছে। সমান ১৭ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে বেঙ্গালুরু দুইয়ে ও পাঞ্জাব তিনে অবস্থান করছে। এখন একটি স্থানের জন্য লড়াই চলছে তিন দলের। দিল্লির এখানে প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ১৪, ১৩ ও ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার, পাঁচ ও সাতে মুম্বাই, দিল্লি ও লক্ষ্ণৌ। যেখানে লক্ষ্ণৌর হাতে এখনো তিন ম্যাচ রয়েছে।
আইপিএল ইতিহাসে এটা গুজরাটের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গুজরাট করেছে দিল্লির বিপক্ষে। এ বছরের ১৯ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লির ২০৪ রানের লক্ষ্য তাড়া করে জেতে গুজরাট।
উইকেটের জন্য হন্যে হয়ে খুঁজছে দিল্লি ক্যাপিটালস। এমন সময় একটা উইকেট প্রায় পেয়েই গিয়েছিল মোস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেলদের দিল্লি। কিন্তু রিভিউ নিয়েও গুজরাট টাইটান্সের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি দিল্লি। মোস্তাফিজ-অক্ষরদের সতীর্থ কুলদীপ যাদব তাতে মেজাজ হারিয়েছেন।
দিল্লির দেওয়া ২০০ রানের লক্ষ্যে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করে ফেলে গুজরাট। অষ্টম ওভারের প্রথম বলে সাই সুদর্শনের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন কুলদীপ। আবেদন করতে করতে হয়রান কুলদীপ দিল্লি অধিনায়ক অক্ষরকে রিভিউ নিতে বলেন। রিভিউতে দেখা যায়, বল লাইনে পিচ করেছে। ইমপ্যাক্টও লাইনেই দেখিয়েছে। কিন্তু লেগ স্টাম্পে আঘাত হানায় আম্পায়ার্স কলে সুর্দশন বেঁচে যান। মেজাজ হারিয়ে মাঠের আম্পায়ারের দিকে তাকিয়ে কী যেন বলেছেন কুলদীপ।
স্টাম্প মাইকে কুলদীপকে বলতে শোনা গেছে, ‘যদি আম্পায়ার্স কলই হয়ে থাকে...’। বাকিটুকু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের চিৎকারে শোনা যায়নি। বোঝাই যাচ্ছিল, আম্পায়ারের প্রতি কতটা ক্ষিপ্ত হয়েছেন এই বাঁহাতি চায়নাম্যান বোলার। কুলদীপের মাথা ঠাণ্ডা করতে এরপর এগিয়ে আসেন অক্ষর।
অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৩ উইকেটে করেছে ১৯৯ রান। ইনিংস সর্বোচ্চ ১১২ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ৬৫ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কা মেরেছেন। আইপিএল ক্যারিয়ারে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। জবাবে ৬ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। ১৯তম ওভারের শেষ বলে দিল্লির লেগস্পিনার ভিপরাজ নিগমকে ছক্কা মেরে গুজরাটকে প্লে অফে তোলেন সুদর্শন। ৬১ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। আর দিল্লির হয়ে খেলা মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ২৪ রান।
১২ ম্যাচে ৯ জয় ও ৩ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসেরও প্লে অফ নিশ্চিত হয়েছে। সমান ১৭ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে বেঙ্গালুরু দুইয়ে ও পাঞ্জাব তিনে অবস্থান করছে। এখন একটি স্থানের জন্য লড়াই চলছে তিন দলের। দিল্লির এখানে প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ১৪, ১৩ ও ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার, পাঁচ ও সাতে মুম্বাই, দিল্লি ও লক্ষ্ণৌ। যেখানে লক্ষ্ণৌর হাতে এখনো তিন ম্যাচ রয়েছে।
আইপিএল ইতিহাসে এটা গুজরাটের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গুজরাট করেছে দিল্লির বিপক্ষে। এ বছরের ১৯ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লির ২০৪ রানের লক্ষ্য তাড়া করে জেতে গুজরাট।
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৯ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১০ ঘণ্টা আগে