Ajker Patrika

মোস্তাফিজের সতীর্থের হঠাৎ মাথা গরমের কারণ কী

ক্রীড়া ডেস্ক    
কুলদীপের মেজাজ গরম হলেও তাঁকে সামলেছেন অক্ষর। ছবি: ক্রিকইনফো
কুলদীপের মেজাজ গরম হলেও তাঁকে সামলেছেন অক্ষর। ছবি: ক্রিকইনফো

উইকেটের জন্য হন্যে হয়ে খুঁজছে দিল্লি ক্যাপিটালস। এমন সময় একটা উইকেট প্রায় পেয়েই গিয়েছিল মোস্তাফিজুর রহমান, অক্ষর প্যাটেলদের দিল্লি। কিন্তু রিভিউ নিয়েও গুজরাট টাইটান্সের উদ্বোধনী জুটি ভাঙতে পারেনি দিল্লি। মোস্তাফিজ-অক্ষরদের সতীর্থ কুলদীপ যাদব তাতে মেজাজ হারিয়েছেন।

দিল্লির দেওয়া ২০০ রানের লক্ষ্যে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করে ফেলে গুজরাট। অষ্টম ওভারের প্রথম বলে সাই সুদর্শনের বিপক্ষে এলবিডব্লিউর জোরালো আবেদন করেন কুলদীপ। আবেদন করতে করতে হয়রান কুলদীপ দিল্লি অধিনায়ক অক্ষরকে রিভিউ নিতে বলেন। রিভিউতে দেখা যায়, বল লাইনে পিচ করেছে। ইমপ্যাক্টও লাইনেই দেখিয়েছে। কিন্তু লেগ স্টাম্পে আঘাত হানায় আম্পায়ার্স কলে সুর্দশন বেঁচে যান। মেজাজ হারিয়ে মাঠের আম্পায়ারের দিকে তাকিয়ে কী যেন বলেছেন কুলদীপ।

স্টাম্প মাইকে কুলদীপকে বলতে শোনা গেছে, ‘যদি আম্পায়ার্স কলই হয়ে থাকে...’। বাকিটুকু দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দর্শকদের চিৎকারে শোনা যায়নি। বোঝাই যাচ্ছিল, আম্পায়ারের প্রতি কতটা ক্ষিপ্ত হয়েছেন এই বাঁহাতি চায়নাম্যান বোলার। কুলদীপের মাথা ঠাণ্ডা করতে এরপর এগিয়ে আসেন অক্ষর।

অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে ৩ উইকেটে করেছে ১৯৯ রান। ইনিংস সর্বোচ্চ ১১২ রান করে অপরাজিত থাকেন লোকেশ রাহুল। ৬৫ বলের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কা মেরেছেন। আইপিএল ক্যারিয়ারে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। জবাবে ৬ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে গুজরাট টাইটান্স। ১৯তম ওভারের শেষ বলে দিল্লির লেগস্পিনার ভিপরাজ নিগমকে ছক্কা মেরে গুজরাটকে প্লে অফে তোলেন সুদর্শন। ৬১ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি। আর দিল্লির হয়ে খেলা মোস্তাফিজ ৩ ওভারে খরচ করেন ২৪ রান।

১২ ম্যাচে ৯ জয় ও ৩ পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে গুজরাট টাইটান্স পয়েন্ট টেবিলের শীর্ষে। তাদের সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসেরও প্লে অফ নিশ্চিত হয়েছে। সমান ১৭ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে বেঙ্গালুরু দুইয়ে ও পাঞ্জাব তিনে অবস্থান করছে। এখন একটি স্থানের জন্য লড়াই চলছে তিন দলের। দিল্লির এখানে প্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ১৪, ১৩ ও ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার, পাঁচ ও সাতে মুম্বাই, দিল্লি ও লক্ষ্ণৌ। যেখানে লক্ষ্ণৌর হাতে এখনো তিন ম্যাচ রয়েছে।

আইপিএল ইতিহাসে এটা গুজরাটের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গুজরাট করেছে দিল্লির বিপক্ষে। এ বছরের ১৯ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিল্লির ২০৪ রানের লক্ষ্য তাড়া করে জেতে গুজরাট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত