Ajker Patrika

বাংলাদেশ ম্যাচে ভারতের বিধ্বংসী ব্যাটিংয়ে অসন্তুষ্ট গাভাস্কার 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৮: ০৬
Thumbnail image

সুনামি, টাইফুন, হারিকেন—কানপুরের গ্রিন পার্কে গতকাল কী হচ্ছিল, সেটা বুঝতে পারছিলেন না অনেকেই। কারণ চতুর্থ দিনে বাংলাদেশের বোলারদের বেধড়ক পিটুনি দিয়েছেন ভারতীয় ব্যাটাররা। তবে রোহিত শর্মা-বিরাট কোহলিদের এমন ধ্বংসাত্মক ব্যাটিং মোটেই পছন্দ হয়নি সুনীল গাভাস্কারের।   

কানপুরের গ্রিন পার্কে দ্বিতীয় টেস্টে প্রথম তিন দিন মিলে খেলা হয়েছিল ৩৫ ওভার। টানা দুই দিন নষ্ট হওয়ায় গতকাল চতুর্থ দিনে বিধ্বংসী ব্যাটিংয়ের ঝুঁকিটা নিয়েছে ভারত। রোহিত, যশস্বী জয়সওয়াল, কোহলিদের তাণ্ডবে  ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ রান করেছে ভারত। রোহিত যখন প্রথম ইনিংসের খেলা ঘোষণা করেন, তখন তাঁদের লিড ৫২ রানের। সরাসরি না বললেও সমালোচনা করতে গিয়ে গাভাস্কার যেন কোহলির কথাই বোঝাতে চেয়েছেন। যেখানে কোহলি এবার ৫ নম্বরে নামলেও টেস্টে সবচেয়ে বেশি ১৪৭ ইনিংস ব্যাটিং করেছেন। চতুর্থ দিনের খেলা শেষেই জিও সিনেমায় গাভাস্কার বলেন, ‘আপনি এমন এক ব্যক্তির কথা বললেন, যে টেস্টে ৪ নম্বরে ব্যাটিং করে ৯ হাজার রানের কাছাকাছি করেছে।’  বিধ্বংসী ব্যাটিংয়ে কানপুরে একগাদা রেকর্ড করল ভারত। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকসখালেদ আহমেদের শিশুতোষ ভুলে কোহলি গতকাল ২ রানে জীবন পেয়েছেন।  শুরুতে বেঁচে যাওয়া ভারতীয় তারকা ব্যাটার করেছেন ৩৫ বলে ৪৭ রান। ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন কিং কোহলি। এই স্কোর করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের কীর্তি গড়েন তিনি। ভারতীয় ব্যাটারের তাতে লেগেছে ৫৯৪ ইনিংস।  তাতে ভেঙেছে শচীন টেন্ডুলকারের রেকর্ড। টেন্ডুলকার ২৭ হাজার রান করতে খেলেছিলেন ৬২৩ ইনিংস। 

বাংলাদেশের ওপর তাণ্ডব চালিয়ে গতকাল একগাদা রেকর্ড করেছে ভারত। দ্রুততম ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০—১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এই সব কটির রেকর্ড এখন ভারতের দখলে। ৫২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ এখন পর্যন্ত ২৭.২ ওভারে ৪ উইকেটে ৯১ রান করেছে। টেস্টে আজ পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশ হারিয়েছে মুমিনুল ও শান্তর উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত