রবীন্দ্র জাদেজার নেতৃত্বে হাবুডুবু খেতে থাকা চেন্নাই সুপার কিংসকে বাঁচাতে আবারও দলের হাল ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ছাড়া দলের কী হাল হয় বুঝতে পেরে আগামী বছরও চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ার ঝুঁকি নিচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক।
এবারের টুর্নামেন্টে শুধু ক্রিকেটার হিসেবেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই দলে খেলার কথা ছিল ধোনি। নেতৃত্বে ছিলেন জাদেজা। প্রথম আট ম্যাচে তলানিতে থাকা চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন জাদেজা। দলকে টেনে তুলতে ১ মে আবারও নেতৃত্বে ফেরেন ধোনি। ফিরেই দলকে ফেরান জয়ের পথে। পরের মৌসুমেও তাই থাকবেন বলে ইয়ান বিশপকে জানিয়েছেন চেন্নাইকে চার শিরোপা জেতানো অধিনায়ক।
বিশপের সঙ্গে আলাপচারিতায় স্টার স্পোর্টসকে ধোনি বলেছেন, ‘অবশ্যই আমি আগামী বছর খেলব। কারণ খুবই সাধারণ: চেন্নাইয়ের হয়ে না খেলাটা আর সমর্থকদের ধন্যবাদ না জানানোটা হবে অন্যায়। তবে আগামী বছরই আমার শেষ বছর কিনা সেটা বলা কঠিন কারণ দুই বছরের মধ্যে কিছু একটা অনুমান করা যায় না। তবে কঠিন পরিশ্রম করেই আমি আগামী বছর খেলব।’
নিজের কথাতেই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ধোনি। বয়স ৪১ বছর চললেও এখনই যাচ্ছেন না অবসরে। নতুন করে নেতৃত্বে ফেরার দিনেও এখনই ‘অবসর’ নয় বলে ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে জানিয়েছিলেন ভারতকে দুই বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
১৪ ম্যাচে মাত্র চার জয়ে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান চারবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের। ৬ পয়েন্টে সবার নিচে পাঁচবারের সেরা মুম্বাই ইন্ডিয়ানস।
রবীন্দ্র জাদেজার নেতৃত্বে হাবুডুবু খেতে থাকা চেন্নাই সুপার কিংসকে বাঁচাতে আবারও দলের হাল ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ছাড়া দলের কী হাল হয় বুঝতে পেরে আগামী বছরও চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ার ঝুঁকি নিচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক।
এবারের টুর্নামেন্টে শুধু ক্রিকেটার হিসেবেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই দলে খেলার কথা ছিল ধোনি। নেতৃত্বে ছিলেন জাদেজা। প্রথম আট ম্যাচে তলানিতে থাকা চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন জাদেজা। দলকে টেনে তুলতে ১ মে আবারও নেতৃত্বে ফেরেন ধোনি। ফিরেই দলকে ফেরান জয়ের পথে। পরের মৌসুমেও তাই থাকবেন বলে ইয়ান বিশপকে জানিয়েছেন চেন্নাইকে চার শিরোপা জেতানো অধিনায়ক।
বিশপের সঙ্গে আলাপচারিতায় স্টার স্পোর্টসকে ধোনি বলেছেন, ‘অবশ্যই আমি আগামী বছর খেলব। কারণ খুবই সাধারণ: চেন্নাইয়ের হয়ে না খেলাটা আর সমর্থকদের ধন্যবাদ না জানানোটা হবে অন্যায়। তবে আগামী বছরই আমার শেষ বছর কিনা সেটা বলা কঠিন কারণ দুই বছরের মধ্যে কিছু একটা অনুমান করা যায় না। তবে কঠিন পরিশ্রম করেই আমি আগামী বছর খেলব।’
নিজের কথাতেই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ধোনি। বয়স ৪১ বছর চললেও এখনই যাচ্ছেন না অবসরে। নতুন করে নেতৃত্বে ফেরার দিনেও এখনই ‘অবসর’ নয় বলে ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে জানিয়েছিলেন ভারতকে দুই বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
১৪ ম্যাচে মাত্র চার জয়ে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান চারবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের। ৬ পয়েন্টে সবার নিচে পাঁচবারের সেরা মুম্বাই ইন্ডিয়ানস।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
২ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১৬ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে