Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফিতে নেই কামিন্স-হ্যাজেলউডও

ক্রীড়া ডেস্ক    
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না কামিন্স-হ্যাজেলউড। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না কামিন্স-হ্যাজেলউড। ছবি: এএফপি

প্রথমে মিচেল মার্শ, এরপর অবসরের বোমা ফাটালেন মার্কাস স্টয়নিস। কিন্তু এখানেই শেষ নয়। এবার চোটের কারণে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও।

টুর্নামেন্ট শুরুর আগেই বড় এক জটিলতার মধ্য দিয়েই যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া অ্যাঙ্কেলের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি কামিন্স। তাই নতুন অধিনায়ক খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। সেই দৌড়ে আছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড।

হ্যাজেলউড কাফ স্ট্রেইনের পাশাপাশি নতুন করে ভুগছেন নিতম্বের চোটে। দুই পেসারেরই তাই সেরে উঠতে সময় লাগবে।

অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘দুর্ভাগ্যবশত প্যাট, জশ ও মিচ ইনজুরিতে ভুগছে এবং চ্যাম্পিয়নস ট্রফির আগে সেরে উঠতে পারবে না। টা হতাশার হলেও বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে বাকিদের পারফর্ম করার জন্য বড় সুযোগ এনে দিয়েছে।’

চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে চলমান গল টেস্ট শেষ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করবে তারা। তবে শ্রীলঙ্কা সিরিজ খেলতে স্কোয়াডে ডাকা হয়েছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও বেন দোয়ারশুইস।

এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়া ২২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত