ক্রীড়া ডেস্ক
প্রথমে মিচেল মার্শ, এরপর অবসরের বোমা ফাটালেন মার্কাস স্টয়নিস। কিন্তু এখানেই শেষ নয়। এবার চোটের কারণে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও।
টুর্নামেন্ট শুরুর আগেই বড় এক জটিলতার মধ্য দিয়েই যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া অ্যাঙ্কেলের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি কামিন্স। তাই নতুন অধিনায়ক খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। সেই দৌড়ে আছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড।
হ্যাজেলউড কাফ স্ট্রেইনের পাশাপাশি নতুন করে ভুগছেন নিতম্বের চোটে। দুই পেসারেরই তাই সেরে উঠতে সময় লাগবে।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘দুর্ভাগ্যবশত প্যাট, জশ ও মিচ ইনজুরিতে ভুগছে এবং চ্যাম্পিয়নস ট্রফির আগে সেরে উঠতে পারবে না। টা হতাশার হলেও বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে বাকিদের পারফর্ম করার জন্য বড় সুযোগ এনে দিয়েছে।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে চলমান গল টেস্ট শেষ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করবে তারা। তবে শ্রীলঙ্কা সিরিজ খেলতে স্কোয়াডে ডাকা হয়েছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও বেন দোয়ারশুইস।
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়া ২২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
প্রথমে মিচেল মার্শ, এরপর অবসরের বোমা ফাটালেন মার্কাস স্টয়নিস। কিন্তু এখানেই শেষ নয়। এবার চোটের কারণে অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডও।
টুর্নামেন্ট শুরুর আগেই বড় এক জটিলতার মধ্য দিয়েই যেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে পাওয়া অ্যাঙ্কেলের চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি কামিন্স। তাই নতুন অধিনায়ক খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। সেই দৌড়ে আছেন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড।
হ্যাজেলউড কাফ স্ট্রেইনের পাশাপাশি নতুন করে ভুগছেন নিতম্বের চোটে। দুই পেসারেরই তাই সেরে উঠতে সময় লাগবে।
অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘দুর্ভাগ্যবশত প্যাট, জশ ও মিচ ইনজুরিতে ভুগছে এবং চ্যাম্পিয়নস ট্রফির আগে সেরে উঠতে পারবে না। টা হতাশার হলেও বিশ্বমঞ্চে অস্ট্রেলিয়ার হয়ে বাকিদের পারফর্ম করার জন্য বড় সুযোগ এনে দিয়েছে।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে চলমান গল টেস্ট শেষ হওয়ার পরপরই পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করবে তারা। তবে শ্রীলঙ্কা সিরিজ খেলতে স্কোয়াডে ডাকা হয়েছে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও বেন দোয়ারশুইস।
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়া ২২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৩ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৬ ঘণ্টা আগে