Ajker Patrika

ঘরের খবর ফাঁস হওয়ায় কড়া পদক্ষেপ নিল ভারত

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৬: ৫৫
২০২৪-এর জুলাইয়ে গৌতম গম্ভীর হয়েছিলেন প্রধান কোচ আর অভিষেক নায়ার সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। গম্ভীর টিকে গেলেও নায়ার চাকরি খুইয়েছেন। ছবি: ক্রিকইনফো
২০২৪-এর জুলাইয়ে গৌতম গম্ভীর হয়েছিলেন প্রধান কোচ আর অভিষেক নায়ার সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। গম্ভীর টিকে গেলেও নায়ার চাকরি খুইয়েছেন। ছবি: ক্রিকইনফো

ভারতের চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর পেরিয়ে গেছে এক মাসেরও বেশি সময়। আইসিসির ইভেন্ট শেষেই রোহিত শর্মা, বিরাট কোহলিরা ব্যস্ত হয়ে পড়েন আইপিএলে। তবে চ্যাম্পিয়নস ট্রফি জেতার আগে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের যে ভরাডুবি হয়েছে, সেটা নিয়ে আলোচনা চলছে এখনো।

২০২৪-এর নভেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত যে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হয়েছে, সেখানে প্রায়ই শোনা গেছে কোনো না কোনো আলোচিত ঘটনা। সেই সিরিজেই ভারতের ড্রেসিংরুমের খবর ফাঁস হওয়ার কথা শোনা গেছে। অস্ট্রেলিয়া সিরিজের তিন মাস পর জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য। ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণে’ আজকের প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ড্রেসিংরুমের খবর ফাঁসের ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দলের সহকারী কোচ অভিষেক নায়ারকে বরখাস্ত করতে যাচ্ছে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। মাত্র ৯ মাস ভারতের সহকারী কোচ হিসেবে থাকার পর বরখাস্ত হলেন তিনি।

ভারতের ফিল্ডিং কোচ টি দিলিপ ও ট্রেনার সোহম দেসাইকেও বোর্ড ছাঁটাই করতে পারে জাগরণের সেই প্রতিবেদনে বলা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যেসব সাপোর্টিং স্টাফ দলের সঙ্গে তিন বছরেরও বেশি সময় আছেন, তাদের বরখাস্ত করা হতে পারে বিসিসিআই কদিন আগে চিঠি পাঠিয়েছে। যদিও ভারতীয় বোর্ড আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কিছুই জানায়নি। দৈনিক জাগরণ জানিয়েছে, দেসাইয়ের জায়গায় আসতে পারেন আদ্রিয়ান লে রউক্স। বর্তমানে রউক্স আইপিএলে পাঞ্জাব কিংসের ক্রীড়াবিজ্ঞানী হিসেবে কাজ করছেন। আইপিএল শেষে ভারতীয় দলের সঙ্গে তিনি যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে জাগরণের প্রতিবেদনে নায়ার ও দিলিপের পরিবর্তে কারা এসেছেন, সেটা এখনো জানা যায়নি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ৩-১ ব্যবধানে হেরে যায়। তাতে করেই ভারতের ২০২৩-২৫ চক্রের ফাইনালে ওঠার সম্ভাবনা ধূলিসাৎ হয়ে যায়। এ বছরের জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হওয়ার পরপরই বিস্ফোরক এক প্রতিবেদন তৈরি করে ভারতের আরেক সংবাদমাধ্যম নিউজ২৪। তখন নিউজ২৪-এর এক ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, সরফরাজ খানের বিরুদ্ধে ড্রেসিংরুমের খবর ফাঁসের অভিযোগ তোলেন ভারতের প্রধান কোচ গম্ভীর। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট হারের পর সরফরাজ সংবাদমাধ্যমের কাছে ড্রেসিংরুমের তথ্য পাচার করেছিলেন বলে গম্ভীর জানিয়েছেন বিসিসিআই সদস্যদের। বিসিসিআইও নাকি সরফরাজের প্রতি ভীষণ খেপে গিয়েছিল।

২০২৪-এর ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ হয় রাহুল দ্রাবিড়ের। একই বছরের জুলাইয়ে ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান গম্ভীর। তখনই সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন নায়ার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে ব্যর্থ ভারত এরপর এ বছরের মার্চে জিতেছে চ্যাম্পিয়নস ট্রফি। এই শিরোপা জিতে সাড়ে ৮ মাস ব্যবধানে রোহিতের নেতৃত্বে দুটি আইসিসি ইভেন্ট জেতে ভারত।

বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষে জানুয়ারিতেই একটি পর্যালোচনা সভা করেছিল বিসিসিআই। সেই সভায় ভারতের প্রধান কোচ গম্ভীর, অধিনায়ক রোহিত শর্মা, প্রধান নির্বাচক অজিত আগারকারও ছিলেন। সেই সভার পরই প্রথম কোপটা পড়ল নায়ারের ঘাড়েই।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত