অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হঠাৎই করোনা আতঙ্কে ভারত। একসঙ্গে ছয়জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তের তালিকায় আছেন ভারতীয় অধিনায়ক যশ ধুল। গতকাল যুব বিশ্বকাপে ভারতের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখানে একাদশ নামাতেই হিমশিম খায় দলটি। তবে শেষ পর্যন্ত নিশান্ত সিন্ধুকে অধিনায়ক করে মাঠে নেমে বড় জয় পেয়েছে তারা।
আয়ারল্যান্ডকে ১৭৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতীয় অধিনায়ক যশ ছাড়াও সহ-অধিনায়ক শেখ রশিদ করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন। এ ছাড়া আরাধ্য যাদবও করোনা পজিটিভ হয়েছেন। এই তিনজনের আগে বাসু বৎস, মানব পারেখ ও সিদ্ধার্থ যাদব করোনায় আক্রান্ত হন। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনা পরীক্ষায় ভারতীয় দলের কয়েক জন আক্রান্ত হয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের ১৭ জনের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ হয়েছে।
বোর্ড সার্বিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে বলে জানানো হয়েছে। মোট ১৭ জনের স্কোয়াডে ছয়জন আক্রান্ত হওয়ায় আয়ারল্যান্ড ম্যাচে কোনোমতে একাদশ সাজান ভারতীয় কোচ। তবে এদের মধ্য থেকে নতুন করে কেউ আক্রান্ত হলে সমস্যায় পড়ে যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। আক্রান্ত খেলোয়াড়েরা নিয়ম অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা।
আয়ারল্যান্ড ম্যাচের পরে গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি হবে ম্যাচটি। কোয়াটার ফাইনালে ভারতের প্রথম ম্যাচ অ্যান্টিগায় আগামী ২৯ জানুয়ারি। অ্যান্টিগায় যেতে হলে এর মধ্যে আক্রান্তদের পিসিআর টেস্টে নেগেটিভ আসতে হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন শহরে। এক শহর থেকে আর এক শহরে যাত্রায় সংক্রমণের আতঙ্ক বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হঠাৎই করোনা আতঙ্কে ভারত। একসঙ্গে ছয়জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তের তালিকায় আছেন ভারতীয় অধিনায়ক যশ ধুল। গতকাল যুব বিশ্বকাপে ভারতের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখানে একাদশ নামাতেই হিমশিম খায় দলটি। তবে শেষ পর্যন্ত নিশান্ত সিন্ধুকে অধিনায়ক করে মাঠে নেমে বড় জয় পেয়েছে তারা।
আয়ারল্যান্ডকে ১৭৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতীয় অধিনায়ক যশ ছাড়াও সহ-অধিনায়ক শেখ রশিদ করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন। এ ছাড়া আরাধ্য যাদবও করোনা পজিটিভ হয়েছেন। এই তিনজনের আগে বাসু বৎস, মানব পারেখ ও সিদ্ধার্থ যাদব করোনায় আক্রান্ত হন। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনা পরীক্ষায় ভারতীয় দলের কয়েক জন আক্রান্ত হয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের ১৭ জনের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ হয়েছে।
বোর্ড সার্বিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে বলে জানানো হয়েছে। মোট ১৭ জনের স্কোয়াডে ছয়জন আক্রান্ত হওয়ায় আয়ারল্যান্ড ম্যাচে কোনোমতে একাদশ সাজান ভারতীয় কোচ। তবে এদের মধ্য থেকে নতুন করে কেউ আক্রান্ত হলে সমস্যায় পড়ে যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। আক্রান্ত খেলোয়াড়েরা নিয়ম অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা।
আয়ারল্যান্ড ম্যাচের পরে গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি হবে ম্যাচটি। কোয়াটার ফাইনালে ভারতের প্রথম ম্যাচ অ্যান্টিগায় আগামী ২৯ জানুয়ারি। অ্যান্টিগায় যেতে হলে এর মধ্যে আক্রান্তদের পিসিআর টেস্টে নেগেটিভ আসতে হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন শহরে। এক শহর থেকে আর এক শহরে যাত্রায় সংক্রমণের আতঙ্ক বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৬ মিনিট আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২৬ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে