Ajker Patrika

শেষ বলে আক্ষেপে পুড়লেন সাদমান, তবু ছুটছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৭: ১৫
শেষ বলে আক্ষেপে পুড়লেন সাদমান, তবু ছুটছে বাংলাদেশ

দুই বছরের বেশি সময় পর জাতীয় দলের হয়ে মাঠে নামলেন। ফেরাটাও হয়েছে দুর্দান্ত, কিন্তু দ্বিতীয় সেশনের শেষ বলে উজ্জ্বল প্রত্যাবর্তনটা আক্ষেপে রূপ নিল সাদমান ইসলামের। ৯৩ রানে মোহাম্মদ আলীর দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন এ বাঁহাতি ব্যাটার। 

সাদমানের সেঞ্চুরির আক্ষেপের পরও রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশও। আজ তৃতীয় দিন দ্বিতীয় সেশন শেষে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ১৫ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। 

কোনো উইকেটে না হারিয়ে ২৭ রানে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে তুলেছিল ২ উইকেটে ১৩৬ রান। দ্বিতীয় সেশনেও হারিয়েছে গুরুত্বপূর্ণ উইকেট–রান জমা করেছে ৬৩। 

দিনের শুরুতেই বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে যায়। ১৭তম ওভারের পঞ্চম বলে নাসিম শাহকে পয়েন্ট দিয়ে কাট করতে যান জাকির হাসান। ব্যাট ছুঁয়ে পেছনে যায় বল, বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে লুফে নেন পাকিস্তানি উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ৫৮ বলে ১ চারে ১২ রান করেন জাকির। 

৩১ রানে প্রথম উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নামেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ওপেনার সাদমান ও শান্ত জুটি বড় করার চেষ্টা করেন। সেটি হতে দেননি খুররম শাহজাদ। ২৭তম ওভারের শেষ বলে খুররমের দারুণ এক ইনসুইংয়ে বোল্ড হয়ে ফেরেন শান্ত (১৬)। ভাঙে ২২ রানের জুটি। 

৫৩ রানে দুই উইকেট হারানো বাংলাদেশ তৃতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে ওঠে। ছন্দে থাকা মুমিনুল হককে সঙ্গে নিয়ে ৯৪ রানের দারুণ একটি জুটি গড়েন সাদমান। দুজনে তুলে নেন ফিফটিও। ১৯তম টেস্ট সেঞ্চুরির পর খুররাম শান্তকে আউট করা প্রায় একই রকম ডেলিভারিতে বোল্ড করেন মুমিনুলকে (৫০)। ব্যাট-প্যাডের মাঝ দিয়ে স্টাম্পের লালবাতি জ্বালিয়ে দেয় বল। 

চতুর্থ উইকেটে মুশফিকের সঙ্গে আরেকটি জুটি গড়েন সাদমান। এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। ৬৬তম ওভারে মোহাম্মদ আলীর গুড লেংথের বল ড্রাইভ করতে গিয়ে লাইন মিস করেন সাদমান। বোল্ড হয়ে ফেরেন ১৮৩ বলে ৯৩ রান করে। ইনিংসে ছিল ১২টি চারের বাউন্ডারি। 

তার আগেও একবার বেঁচে যান রিভিউ নিয়ে। ৫৭ রানের সময় সাদমানের বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন স্পিনার সালমান আলী আঘা। আম্পায়ার আউট ঘোষণার পর রিভিউ নিয়ে বেঁচে যান সাদমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত