ক্রীড়া ডেস্ক
বড় ইনিংস খেলা তো দূরে থাক, লিটন দাসের জন্য এখন এক অঙ্কের গণ্ডি পেরোনোই বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর এক অঙ্কের ঘরে আউট হওয়া খুব পরিচিত দৃশ্য। কখনো কখনো বিদায় নিচ্ছেন রানের খাতা খোলার আগেই।
রানখরায় ভুগতে থাকা লিটন এরই মধ্যে গড়েছেন বিশেষ এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ডিসমিসাল করেছেন তিনি। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন লিটন। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩ ডিসমিসাল করেছিলেন মুশফিক। বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু ছিল জোহানেসবার্গ। ১টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ২টি।
সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন মেরেছেন গোল্ডেন ডাক। অধিনায়কত্বের চাপ বা সাম্প্রতিক অফফর্মের চাপেই হয়তো এমনটা হয়েছে। তবে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে অর্ধেকেই অবদান তাঁর। ৪টি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে দুইয়ে শুধু মুশফিক একাই নন। নুরুল হাসান সোহান এক ম্যাচে তিনটি করে ডিসমিসালের কীর্তি গড়েছেন দুইবার করে। দুটিই তিনি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। লিটনেরও এক ম্যাচে তিনটি ডিসমিসালের কীর্তি রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে গত বছর উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ধরেন লিটন।
ডিসমিসাল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল | |
---|---|---|---|---|
লিটন দাস | ৫ | ওয়েস্ট ইন্ডিজ | সেন্ট ভিনসেন্ট | ২০২৪ |
মুশফিকুর রহিম | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | পাপুয়া নিউগিনি | আল আমেরাত | ২০২১ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | জিম্বাবুয়ে | ব্রিসবেন | ২০২২ (বিশ্বকাপ) |
লিটন দাস | ৩ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
বড় ইনিংস খেলা তো দূরে থাক, লিটন দাসের জন্য এখন এক অঙ্কের গণ্ডি পেরোনোই বিশাল চ্যালেঞ্জ। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তাঁর এক অঙ্কের ঘরে আউট হওয়া খুব পরিচিত দৃশ্য। কখনো কখনো বিদায় নিচ্ছেন রানের খাতা খোলার আগেই।
রানখরায় ভুগতে থাকা লিটন এরই মধ্যে গড়েছেন বিশেষ এক রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ পাঁচ ডিসমিসাল করেছেন তিনি। সেন্ট ভিনসেন্টে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন কীর্তি গড়েছেন লিটন। তাতে ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের বিপক্ষে ৩ ডিসমিসাল করেছিলেন মুশফিক। বিশ্বকাপের সেই বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ভেন্যু ছিল জোহানেসবার্গ। ১টি ক্যাচের পাশাপাশি স্ট্যাম্পিং করেছেন ২টি।
সেন্ট ভিনসেন্টে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লিটন মেরেছেন গোল্ডেন ডাক। অধিনায়কত্বের চাপ বা সাম্প্রতিক অফফর্মের চাপেই হয়তো এমনটা হয়েছে। তবে উইকেটের পিছনে ছিলেন দুর্দান্ত। ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের মধ্যে অর্ধেকেই অবদান তাঁর। ৪টি ক্যাচ ধরেছেন এবং একটি স্ট্যাম্পিং করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে দুইয়ে শুধু মুশফিক একাই নন। নুরুল হাসান সোহান এক ম্যাচে তিনটি করে ডিসমিসালের কীর্তি গড়েছেন দুইবার করে। দুটিই তিনি করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। লিটনেরও এক ম্যাচে তিনটি ডিসমিসালের কীর্তি রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে গত বছর উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ধরেন লিটন।
ডিসমিসাল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল | |
---|---|---|---|---|
লিটন দাস | ৫ | ওয়েস্ট ইন্ডিজ | সেন্ট ভিনসেন্ট | ২০২৪ |
মুশফিকুর রহিম | ৩ | ওয়েস্ট ইন্ডিজ | জোহানেসবার্গ | ২০০৭ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | পাপুয়া নিউগিনি | আল আমেরাত | ২০২১ (বিশ্বকাপ) |
নুরুল হাসান সোহান | ৩ | জিম্বাবুয়ে | ব্রিসবেন | ২০২২ (বিশ্বকাপ) |
লিটন দাস | ৩ | আয়ারল্যান্ড | চট্টগ্রাম | ২০২৩ |
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে