সংযুক্ত আরব আমিরাতে করোনায় স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ পরশু শুরু হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের খেলা দেখার অপেক্ষায়।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে সাকিব আল হাসানকে একাদশে রাখেনি তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।
সাকিবকে না খেলানো অবশ্য অনুমেয়ই ছিল। গত মে মাসে আইপিএল স্থগিত হওয়ার আগে সাকিবকে প্রথম তিন ম্যাচ সুযোগ দিয়েছিল কলকাতা। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে না পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ব্যাট হাতে করেছিলেন মাত্র ৩৮ রান। স্ট্রাইক রেট ১০০-এর নিচে। তিনটি উইকেট পেলেও ছিলেন কিছুটা খরুচে। যে কারণে সাকিবকে বসিয়ে চতুর্থ ম্যাচ থেকে সুনীল নারিনকে সুযোগ দেয় কলকাতা ম্যানেজমেন্ট। সেই টিম কম্বিনেশন তারা জারি রেখেছে গতকালও।
তবে মোস্তাফিজের ব্যাপারটা একদম আলাদা। জোফরা আর্চারের অনুপস্থিতিতে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করে রাজস্থান রয়্যালসের ‘অপরিহার্য অংশ’ হয়ে গিয়েছেন তিনি।
এ মৌসুমে রাজস্থানের সাত ম্যাচেই খেলেছেন মোস্তাফিজ। নিয়েছেন ৮ উইকেট। দলটির তিন জয়ের দুটিতেই রেখেছেন বিশেষ অবদান। সঙ্গে তরুণ সতীর্থ চেতন সাকারিয়াকেও বেশ শাণিত করেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। আইপিএলের প্রথম ভাগে দুই বাঁহাতি পেসারের রসায়নটাও জমে উঠেছে বেশ।
সব মিলিয়ে আজ রাতে ক্রিস গেইলের পাঞ্জাব কিংসের বিপক্ষে মোস্তাফিজের খেলা এক রকম নিশ্চিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ইঙ্গিতও দিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। মোস্তাফিজের অনুশীলনের ভিডিও পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘দেখুন, ম্যাচের দিন কে ফিরেছে।’
ঘরের মাঠে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে আগুনঝরা ফর্মের পুনরাবৃত্তি মোস্তাফিজ এবার মরুর বুকে করে দেখাতে পারলেই হয়!
সংযুক্ত আরব আমিরাতে করোনায় স্থগিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ পরশু শুরু হলেও বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের খেলা দেখার অপেক্ষায়।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের বিপক্ষে সাকিব আল হাসানকে একাদশে রাখেনি তাঁর দল কলকাতা নাইট রাইডার্স।
সাকিবকে না খেলানো অবশ্য অনুমেয়ই ছিল। গত মে মাসে আইপিএল স্থগিত হওয়ার আগে সাকিবকে প্রথম তিন ম্যাচ সুযোগ দিয়েছিল কলকাতা। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে না পারেননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার। ব্যাট হাতে করেছিলেন মাত্র ৩৮ রান। স্ট্রাইক রেট ১০০-এর নিচে। তিনটি উইকেট পেলেও ছিলেন কিছুটা খরুচে। যে কারণে সাকিবকে বসিয়ে চতুর্থ ম্যাচ থেকে সুনীল নারিনকে সুযোগ দেয় কলকাতা ম্যানেজমেন্ট। সেই টিম কম্বিনেশন তারা জারি রেখেছে গতকালও।
তবে মোস্তাফিজের ব্যাপারটা একদম আলাদা। জোফরা আর্চারের অনুপস্থিতিতে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করে রাজস্থান রয়্যালসের ‘অপরিহার্য অংশ’ হয়ে গিয়েছেন তিনি।
এ মৌসুমে রাজস্থানের সাত ম্যাচেই খেলেছেন মোস্তাফিজ। নিয়েছেন ৮ উইকেট। দলটির তিন জয়ের দুটিতেই রেখেছেন বিশেষ অবদান। সঙ্গে তরুণ সতীর্থ চেতন সাকারিয়াকেও বেশ শাণিত করেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’। আইপিএলের প্রথম ভাগে দুই বাঁহাতি পেসারের রসায়নটাও জমে উঠেছে বেশ।
সব মিলিয়ে আজ রাতে ক্রিস গেইলের পাঞ্জাব কিংসের বিপক্ষে মোস্তাফিজের খেলা এক রকম নিশ্চিত। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ইঙ্গিতও দিয়ে রেখেছে রাজস্থান রয়্যালস। মোস্তাফিজের অনুশীলনের ভিডিও পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘দেখুন, ম্যাচের দিন কে ফিরেছে।’
ঘরের মাঠে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে আগুনঝরা ফর্মের পুনরাবৃত্তি মোস্তাফিজ এবার মরুর বুকে করে দেখাতে পারলেই হয়!
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
৪৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৪ ঘণ্টা আগে