Ajker Patrika

বৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-ভারত মেয়েদের ম্যাচ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৯: ০৪
Thumbnail image

ব্যাটারদের ব্যর্থতায় ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। সমতায় ফিরতে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেটে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। স্বাগতিকদের ব্যাটিং ব্যর্থতা দেখা যাচ্ছে এই ম্যাচেও।

বৃষ্টির বাধায় এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে। ১১ ওভারে ৫ উইকেটে ৭০ রানে শেষ করে বাংলাদেশ। ওপেনার মুর্শিদা খাতুন ব্যাটিং করছেন ২৮ বলে ২৫ রানে। একাদশে ফেরা রিতু মনি ২ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। প্রথম ওভারেই ১১ রান করে ফেলে স্বাগতিকেরা। ইনিংসের প্রথম ওভারে রেনুকা সিংকে দুই চার মারেন বাংলাদেশ ওপেনার দিলারা আকতার। তবে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভেঙে গেছে ১৪ রানে। ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দীপ্তি শর্মাকে স্লগ সুইপ করতে যান দিলারা। ডিপ স্কয়ার লেগে ক্যাচ ধরেন রেনুকা। বড় স্কোরের আভাস দিয়েও ৬ বলে ১০ রান করে ফিরেছেন দিলারা। মেরেছেন ২ চার।

তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন সোবহানা মোস্তারি। মুর্শিদার সঙ্গে সোবহানার জুটি ভাঙতে পারত তাড়াতাড়িই। তৃতীয় ওভারের তৃতীয় বলে মিড অফ দিয়ে তুলে মারতে যান মুর্শিদা। মিডঅফে ক্যাচ ছেড়েছেন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশের দ্বিতীয় উইকেটের জুটি ভেঙে গেছে পাওয়ার প্লেতেই দলীয় ৪২ রানে। ষষ্ঠ ওভারের চতুর্থ বলে মোস্তারিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন শ্রেয়াঙ্কা পাতিল। ৬ ওভারে ২ উইকেটে ৪৩ রানে পাওয়ার প্লের খেলা শেষ করে বাংলাদেশ।

চারে নামা জ্যোতির সঙ্গেও ওপেনার মুর্শিদার জুটি এগোতে থাকে ভালোই। তবে তৃতীয় উইকেটে জ্যোতি-মুর্শিদার জুটিতে যোগ হয়েছে ২৩ বলে ২২ রান। দশম ওভারের তৃতীয় বলে জ্যোতিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রাধা যাদব। ১১ বলে কোনো রকম বাউন্ডারি ছাড়াই ৬ রান করেন জ্যোতি। ঠিক তার পরের বলে ফাহিমা খাতুনকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন রাধা। রাধা যখন হ্যাটট্রিকের সামনে, তখনই নিজের প্রথম বলে ৪ মারেন সুলতানা খাতুন। তবে সুলতানা আউট হয়েছেন ৩ বলে ৪ রান করে। ১১তম ওভারের তৃতীয় বলে সুলতানাকে তুলে নেন শ্রেয়াঙ্কা পাতিল। দ্রুত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১০.৩ ওভারে ৫ উইকেটে ৬৯ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

নির্বাচিত সরকারের আশায় বিশ্ববিদ্যালয়ের দাবি থেকে পিছু হটলেন তিতুমীর শিক্ষার্থীরা

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত