বাংলাদেশ সময় আজ দুপুর সাড়ে ১২টায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক মাধ্যমে কী অসাধারণ উপায়েই না বিশ্বকাপের ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে! সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে ক্রিকেটারদের নাম ঘোষণা করলেন প্রবাসীরা।
বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে সময়মতোই আজ বেলা সাড়ে ১২টায় দল ঘোষণার কাজ শুরু করেছে। ভিডিওর শুরুতেই বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন নিজের পরিচয় দিয়েছেন। তখনই তিনি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা বাংলাদেশের নারী বিশ্বকাপের দল ঘোষণা করবেন। ক্রিকেটারদের নাম ঘোষণার শুরুতেই কানাডায় বসবাসরত বাংলাদেশি এক প্রবাসী নারী নিগার সুলতানা জ্যোতির নাম বলেছেন। জ্যোতির কাঁধেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। কানাডিয়ান সেই নারী জ্যোতির পাশাপাশি মারুফা আকতারের নাম বলেছেন।
জ্যোতি, মারুফার পর একে একে জাহানারা আলম,নাহিদা আকতার, স্বর্ণা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মণিদের নাম ঘোষণা করা হয়। কানাডা ছাড়াও দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। প্রবাসীরা সবাই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন। দল ঘোষণার ভিডিওর শেষে কথা বলেছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইতে শান্তর নেতৃত্বে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে খুব একটা পরিবর্তন নেই। পার্থক্য বলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের অধিনায়ক রাবেয়া খান বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন না। আরব আমিরাতে তিনি যাচ্ছেন ক্রিকেটার হিসেবেই। লঙ্কায় চলমান ‘এ’ দলের সিরিজের ১৩ ক্রিকেটারই যাচ্ছেন বিশ্বকাপে। এই ১৩ ক্রিকেটারের সঙ্গে যোগ হয়েছেন দিশা বিশ্বাস ও সাথী রানী। দিশার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সাথী ফিরেছেন এক বছর পর।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।
অধিনায়ক জ্যোতির হাতে উইকেটরক্ষকের গ্লাভসও থাকতে পারে। ব্যাটিং লাইনআপে অধিনায়কের সঙ্গে থাকছেন মুর্শিদা খাতুন, দিলারা আকতার, সোবহানা মোস্তারিরা। শেষের দিকে নেমে ঝড় তুলতে আছেন স্বর্ণা আকতার। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন আরও দুই লেগস্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান। পাশাপাশি নাহিদা আকতারের বাঁহাতের ঘূর্ণি তো রয়েছে।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিশা বিশ্বাস, সাথি রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, রিতু মণি, নাহিদা আকতার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আকতার, তাজ নাহার, রাবেয়া খান, সুলতানা খাতুন
বাংলাদেশ সময় আজ দুপুর সাড়ে ১২টায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সামাজিক মাধ্যমে কী অসাধারণ উপায়েই না বিশ্বকাপের ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে! সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টুর্নামেন্ট সামনে রেখে ক্রিকেটারদের নাম ঘোষণা করলেন প্রবাসীরা।
বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে সময়মতোই আজ বেলা সাড়ে ১২টায় দল ঘোষণার কাজ শুরু করেছে। ভিডিওর শুরুতেই বিসিবির নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন নিজের পরিচয় দিয়েছেন। তখনই তিনি জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা বাংলাদেশের নারী বিশ্বকাপের দল ঘোষণা করবেন। ক্রিকেটারদের নাম ঘোষণার শুরুতেই কানাডায় বসবাসরত বাংলাদেশি এক প্রবাসী নারী নিগার সুলতানা জ্যোতির নাম বলেছেন। জ্যোতির কাঁধেই থাকছে বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব। কানাডিয়ান সেই নারী জ্যোতির পাশাপাশি মারুফা আকতারের নাম বলেছেন।
জ্যোতি, মারুফার পর একে একে জাহানারা আলম,নাহিদা আকতার, স্বর্ণা আকতার, মুর্শিদা খাতুন, রিতু মণিদের নাম ঘোষণা করা হয়। কানাডা ছাড়াও দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়া, আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের নাম ঘোষণা করেছেন। প্রবাসীরা সবাই বাংলাদেশ নারী ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছেন। দল ঘোষণার ভিডিওর শেষে কথা বলেছেন বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইতে শান্তর নেতৃত্বে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ।
বাংলাদেশের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে খুব একটা পরিবর্তন নেই। পার্থক্য বলতে শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী ‘এ’ দলের অধিনায়ক রাবেয়া খান বিশ্বকাপে নেতৃত্ব দিচ্ছেন না। আরব আমিরাতে তিনি যাচ্ছেন ক্রিকেটার হিসেবেই। লঙ্কায় চলমান ‘এ’ দলের সিরিজের ১৩ ক্রিকেটারই যাচ্ছেন বিশ্বকাপে। এই ১৩ ক্রিকেটারের সঙ্গে যোগ হয়েছেন দিশা বিশ্বাস ও সাথী রানী। দিশার এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। সাথী ফিরেছেন এক বছর পর।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ ও ‘বি’ দুই গ্রুপেই থাকছে ৫টি করে দল। ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে থাকছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।
অধিনায়ক জ্যোতির হাতে উইকেটরক্ষকের গ্লাভসও থাকতে পারে। ব্যাটিং লাইনআপে অধিনায়কের সঙ্গে থাকছেন মুর্শিদা খাতুন, দিলারা আকতার, সোবহানা মোস্তারিরা। শেষের দিকে নেমে ঝড় তুলতে আছেন স্বর্ণা আকতার। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন আরও দুই লেগস্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান। পাশাপাশি নাহিদা আকতারের বাঁহাতের ঘূর্ণি তো রয়েছে।
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আকতার, দিশা বিশ্বাস, সাথি রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আকতার, রিতু মণি, নাহিদা আকতার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আকতার, তাজ নাহার, রাবেয়া খান, সুলতানা খাতুন
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
৫ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
৬ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
৭ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
৭ ঘণ্টা আগে