পুনেতে গতরাতে প্যাট কামিন্সের ঝড়ে উড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক গড়েছেন আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড। কামিন্সের ১৪ বলে ফিফটির রাতে কলকাতার কাছে মুম্বাই হেরেছে ৫ উইকেটে। এমন হার এখনো হজম করতে পারেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
এখনো ঘোর কাটছে না রোহিতের শর্মার। কলকাতার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না মুম্বাই অধিনায়ক। বিশেষ করে প্যাট কামিন্সের ইনিংস এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এই হার সহজে হজম করা যাবে না। শেষ কয়েক ওভারে পুরো খেলা ঘুরে গেল। সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মৌসুমে এই পরিস্থিতিতে পড়তে ভালো লাগে না।’
কামিন্স না থাকলে কলকাতা এত সহজে জিততে পারত না বলেই মনে করেন রোহিত, ‘ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল।’
ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে ফিফটি করেন কামিন্স। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভালো ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।’
পুনেতে গতরাতে প্যাট কামিন্সের ঝড়ে উড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক গড়েছেন আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড। কামিন্সের ১৪ বলে ফিফটির রাতে কলকাতার কাছে মুম্বাই হেরেছে ৫ উইকেটে। এমন হার এখনো হজম করতে পারেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
এখনো ঘোর কাটছে না রোহিতের শর্মার। কলকাতার কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না মুম্বাই অধিনায়ক। বিশেষ করে প্যাট কামিন্সের ইনিংস এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এই হার সহজে হজম করা যাবে না। শেষ কয়েক ওভারে পুরো খেলা ঘুরে গেল। সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মৌসুমে এই পরিস্থিতিতে পড়তে ভালো লাগে না।’
কামিন্স না থাকলে কলকাতা এত সহজে জিততে পারত না বলেই মনে করেন রোহিত, ‘ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল।’
ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে ফিফটি করেন কামিন্স। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভালো ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পরই আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন—বিসিবির কার্যক্রমে গতি আনতে কিছু বিভাগ এবং সাংগঠনিক কাঠামোয় রদবদল করবেন। এবার সেই ঘোষণার বাস্তব রূপ দেখা গেল।
২ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৪৪ মিনিট আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
১ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
১ ঘণ্টা আগে