Ajker Patrika

কামিন্সের বেদম মার হজম হয়নি রোহিতের

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

পুনেতে গতরাতে প্যাট কামিন্সের ঝড়ে উড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ানস। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক গড়েছেন আইপিএল ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড।  কামিন্সের ১৪ বলে ফিফটির রাতে কলকাতার কাছে মুম্বাই হেরেছে ৫ উইকেটে। এমন হার এখনো হজম করতে পারেননি মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।

এখনো ঘোর কাটছে না রোহিতের শর্মার। কলকাতার  কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না মুম্বাই  অধিনায়ক। বিশেষ করে প্যাট কামিন্সের ইনিংস এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে। ম্যাচ শেষে রোহিত বলেন, ‘এই হার সহজে হজম করা যাবে না। শেষ কয়েক ওভারে পুরো খেলা ঘুরে গেল। সামনে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। প্রতি মৌসুমে  এই পরিস্থিতিতে পড়তে ভালো লাগে না।’

কামিন্স না থাকলে কলকাতা এত সহজে জিততে পারত না বলেই মনে করেন রোহিত, ‘ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আমাদের। তবে শেষ ৪-৫ ওভারে ৭০-এর বেশি রান উঠেছে। ১৫তম ওভার পর্যন্তও খেলা আমাদের দিকে ছিল। কিন্তু কামিন্স খেলা ঘুরিয়ে দিল।’

ব্যাট করতে নেমে একেবারেই ছন্দে ছিলেন না রোহিত, ঈশানরা। অথচ সেই উইকেটেই মাত্র ১৪ বলে ফিফটি করেন কামিন্স। পরের দিকে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন রোহিত। তিনি বলেন, ‘প্রথম দিকে বল একটু ধীরে আসছিল। যত সময় গড়িয়েছে উইকেট তত ভালো হয়েছে। কিন্তু সব মিলিয়ে উইকেট ব্যাট করার পক্ষে ভালো ছিল। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত