Ajker Patrika

করোনায় আক্রান্ত হয়ে বিশ্বকাপ খেললেন যে ক্রিকেটার 

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৬: ০৬
Thumbnail image

কদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) জানিয়েছিল, করোনা হলেও খেলা যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। আজ করোনা পজেটিভ নিয়ে খেলেছেন আয়ারল্যান্ডের এক ক্রিকেটার। হোবার্টে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড ম্যাচে করোনা পজেটিভ হয়ে খেলেন জর্জ ডকরেল।

আয়ারল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১১তম ওভারের শেষ বলে আউট হয়ে যান কার্টিস কাম্ফার। এরপরই উইকেটে আসেন ডকরেল। তাতে করোনায় আক্রান্ত হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা প্রথম ক্রিকেটার হলেন ডকরেল। ব্যাটিংয়ে অবশ্য তেমন কিছু করতে পারেননি। ১৬ বলে ১৪ রান করে মাহিশ থিকশানার বলে বোল্ড হয়ে যান ডকরেল। কোনো বাউন্ডারি মারতে পারেননি। বোলিং এক ওভারও করেননি।

হোবার্টে আজ ম্যাচ শুরুর আগে ডকরেলের কোনা পজেটিভের খবর জানিয়েছিল ক্রিকেট আয়ারল্যান্ড।  ক্রিকেট আয়ারল্যান্ড বলেছে, করোনার মৃদু উপসর্গ দেখা গেছে ডকরেলের। কোভিড-১৯ ব্যবস্থাপনাবিষয়ক স্থানীয় সরকারের নিয়মনীতি এবং টুর্নামেন্টের গাইডলাইন মেনে মেডিক্যাল টিম  তাঁর দেখাশোনা করছে। বিপক্ষ দল ও আইসিসির প্রধান মেডিক্যাল অফিসারকে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত