Ajker Patrika

বাবর আজমকে বেশি ভালো লাগে নাহিদ রানার

ক্রীড়া ডেস্ক    
পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত
পিএসএল খেলতে পাকিস্তান যাচ্ছেন নাহিদ রানা। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আজই যাচ্ছেন নাহিদ রানা। দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানে রওনা হওয়ার কথা তাঁর। পিএসএলে এই গতি তারকা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে গোল্ড ক্যাটাগরিতে নাহিদকে সরাসরি নিয়েছে বাবর আজমের দল। পেশোয়ারে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন নাহিদ।

জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্ট খেলেছেন নাহিদ। বিসিবি থেকে পিএসএলের অনাপত্তিপত্র পাওয়ায় আগে থেকেই নিশ্চিত ছিল চট্টগ্রাম টেস্টে খেলে হবে না তাঁরা। দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন পিএসএলেও উজ্জ্বল ছাপ রাখতে চান তিনি। নিজের লক্ষ্যর কথা সংবাদমাধ্যমকে এভাবেই বললেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে (পিএসএলে যাচ্ছেন)। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।’

পেশোয়ারে নাহিদ রানা খেলবেন বাবর আজমের নেতৃত্বে। দলের সব ক্রিকেটারকেই তাঁর পছন্দ, তবে আলাদা করে ভালো লাগে বাবর আজমকে। তবে পিএসএলে খেলতে গিয়ে শিখতে চান পাকিস্তানের কিংবদন্তি পেসারদের কাছ থেকে, ‘সবাইকেই কম বেশি পছন্দ। তবে বাবর আজমকে ভালো লাগে। বাবর তো ব্যাটার। আমি চেষ্টা করব পাকিস্তানের লিজেন্ডারি বোলারদের কাছ থেকে নতুন কিছু শেখার। কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সঙ্গে নিজে লড়াই করি।’

নাহিদের বোলিং দেখে মুগ্ধ সাবেকরা অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। সতীর্থদের পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানসহ অনেকেই নাহিদে মুগ্ধতা প্রকাশ করেন। তবে নাহিদ জানিয়েছেন তিনি প্রশংসা কমই দেখেন। এর ব্যাখ্যায় বললেন, ‘প্রশংসাগুলো যত পারি কম দেখি। প্রশংসা মানুষকে সন্তুষ্ট করে ফেলে। সেসব জিনিস আমি যত পারি কম দেখি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত