২০১৮ সালে আইপিএল নিলামে ৮০ লাখ রুপিতে দীপক চাহারকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। সেবার দীপকের মনে হয়েছিল আরও বেশি টাকা তাঁর প্রাপ্য ছিল। ৪ বছর পর তাঁকে ১৪ কোটি দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস। এবার হয়েছে তার ঠিক উল্টোটা। ১৪ কোটি দাম ওঠার পর দীপক চেয়েছিলেন দর হাঁকা বন্ধ হোক।
দীপক চেয়েছিলেন তাঁর পেছনে বাড়তি টাকা খরচ না করে, আর কিছু খেলোয়াড় কিনুক চেন্নাই সুপার কিংস। তিনি দাবি করেছেন, ‘যখন ১৪ কোটিতে পৌঁছেছিলাম, তখন চেয়েছিলাম দর হাঁকা বন্ধ হোক। কারণ আমি চেন্নাইতে খেলতে চেয়েছি। আর চেয়েছিলাম, চেন্নাই আরও কিছু খেলোয়াড় কিনুক।’
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় বোলার এখন দীপক চাহার। ২৯ বছর বয়সী দিপক চেন্নাইয়ে দল পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাইয়ের স্বত্বাধিকারী এন শ্রীনিবাসনকে ধন্যবাদ দিয়ে দিপক বলেছেন, ‘চেন্নাইতে ফিরে সত্যিই খুশি। আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য মাহি ভাই (এমএস ধোনি) এবং ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ। অন্য দলে খেলার কথা ভাবতেই পারিনি। আমি শুধু চেন্নাইয়ের হয়ে খেলতে চেয়েছিলাম। আমি জানতাম তারা আমাকে নেবে। শ্রীনি স্যার (এন শ্রীনিবাসন) আমাকে বলেছিলেন, তুমি সারা জীবন হলুদ জার্সিতেই খেলবে।’
২০১৮ সালে আইপিএল নিলামে ৮০ লাখ রুপিতে দীপক চাহারকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। সেবার দীপকের মনে হয়েছিল আরও বেশি টাকা তাঁর প্রাপ্য ছিল। ৪ বছর পর তাঁকে ১৪ কোটি দিয়ে কিনেছে চেন্নাই সুপার কিংস। এবার হয়েছে তার ঠিক উল্টোটা। ১৪ কোটি দাম ওঠার পর দীপক চেয়েছিলেন দর হাঁকা বন্ধ হোক।
দীপক চেয়েছিলেন তাঁর পেছনে বাড়তি টাকা খরচ না করে, আর কিছু খেলোয়াড় কিনুক চেন্নাই সুপার কিংস। তিনি দাবি করেছেন, ‘যখন ১৪ কোটিতে পৌঁছেছিলাম, তখন চেয়েছিলাম দর হাঁকা বন্ধ হোক। কারণ আমি চেন্নাইতে খেলতে চেয়েছি। আর চেয়েছিলাম, চেন্নাই আরও কিছু খেলোয়াড় কিনুক।’
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ভারতীয় বোলার এখন দীপক চাহার। ২৯ বছর বয়সী দিপক চেন্নাইয়ে দল পেয়ে দারুণ উচ্ছ্বসিত।
মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাইয়ের স্বত্বাধিকারী এন শ্রীনিবাসনকে ধন্যবাদ দিয়ে দিপক বলেছেন, ‘চেন্নাইতে ফিরে সত্যিই খুশি। আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য মাহি ভাই (এমএস ধোনি) এবং ম্যানেজমেন্টকে অনেক ধন্যবাদ। অন্য দলে খেলার কথা ভাবতেই পারিনি। আমি শুধু চেন্নাইয়ের হয়ে খেলতে চেয়েছিলাম। আমি জানতাম তারা আমাকে নেবে। শ্রীনি স্যার (এন শ্রীনিবাসন) আমাকে বলেছিলেন, তুমি সারা জীবন হলুদ জার্সিতেই খেলবে।’
গাস অ্যাটকিনসন বোল্ড হতেই ভারতীয় ক্রিকেট দলের উদযাপন শুরু। ইংল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া মোহাম্মদ সিরাজকে নিয়ে তখন প্রশংসার বাণী শোনাচ্ছেন ধারাভাষ্যকার মাইকেল আথারটন। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম দিনে ৬ রানের নাটকীয় জয়ে সিরিজ বাঁচিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৮ হলেও লামিনে ইয়ামাল তাঁর পায়ের জাদুতে মুগ্ধ করছেন ভক্ত-সমর্থকদের। অল্প বয়সেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। বার্সেলোনার ‘ওয়ান্ডারকিড’ নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে বানানো হয়েছে একটি দেয়ালচিত্র। সেই দেয়ালচিত্র নষ্ট হতেও অবশ্য বেশি সময় লাগেনি।
২ ঘণ্টা আগেথ্রিলার মুভির গল্পকেও যেন ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম টেস্ট। লন্ডনের ওভালে যে ম্যাচটা এক পর্যায়ে ইংল্যান্ডের দখলেই ছিল, সেখান থেকে নাটকীয়ভাবে ৬ রানের জয় পায় ভারত। ম্যাচ জয়ের পর সামাজিক মাধ্যমে চলছে ভারত বন্দনা।
২ ঘণ্টা আগে২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১৪ ঘণ্টা আগে