Ajker Patrika

বিশ্বকাপ দলকে তামিমের শুভকামনা

বিশ্বকাপ দলকে তামিমের শুভকামনা

চারটি ওয়ানডে বিশ্বকাপ আর ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার পর ক্যারিয়ারে প্রথমবার ক্রিকেট মহাযজ্ঞে থাকছেন না তামিম ইকবাল। আজ দল ঘোষণার আগেই সেটি নিশ্চিত ছিল। অনুমিতভাবেই দলে নেই তামিম। তবে নিজে না খেললেও দল ঘোষণার পর দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

১ সেপ্টেম্বর নিজের ফেসবুকে লাইভে এসে বিশ্বকাপে না খেলার ঘোষণা দিয়েছিলেন তামিম। তামিমের জায়গায় তাই ওপেনিংয়ের দায়িত্ব নিতে হবে মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও লিটন দাশকে। এই তিনজনসহ দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন তামিম। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া সকলকে অভিনন্দন। পুরো দলকে শুভ কামনা।’

এর আগে বিশ্বকাপে তামিম খেলতে না চাওয়ার সিদ্ধান্তে শোরগোল পড়েছিল। দেশের ক্রিকেট মহলে। তাঁর সিদ্ধান্তকে অনেকেই সময়োপযোগী বললেও কারও কারও মতে, এটা ‘আবেগী সিদ্ধান্ত’। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সেদিনই সংবাদ সম্মেলন ডেকে বলেছিলেন, তামিমের সিদ্ধান্ত তাঁর সাহসী মনে হয়েছে।

বিশ্বকাপের দলে থাকতে না চাওয়ার কারণও ব্যাখ্যা করেছিলেন তামিম। তিনি বলেছিলেন, ‘দু-তিনটি কারণ আছে। আমার মনে হয় গেম টাইম অন্যতম প্রধান কারণ। আমি বেশ কিছুদিন ধরে খেলছি না এই সংস্করণে। তবে চোট মনে হয় না অত বড় সমস্যা, মনে হয় বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যাব।’

গত ১৭ মাস তামিম দেশের হয়ে টি-টোয়েন্টি খেলেননি। তাঁর অবর্তমানে মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার ও লিটন দাসকে ওপেনিংয়ে দেখা গেছে। তামিম চান না হুট করে দলে এসে তাঁদের জায়গাটা নিয়ে নেন। এটিই তাকে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত