ক্রীড়া ডেস্ক
আরেকটি ইতিহাস গড়ার সামনে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ প্রথম কোনো আইসিসির শিরোপার স্বাদ পেয়েছে যুবাদের হাত ধরে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। এবার এশিয়া কাপও জেতার সুযোগ তাদের সামনে।
আগামীকাল দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারালেই প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতবে বাংলাদেশ। ২০১৯ সালে প্রথমবার এ আসরের ফাইনাল খেলে যুবারা। সেবার তারা হারে ভারতের কাছে। এবার সেই প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে উঠেছে ফাইনালে।
ভারতকে হারানোর সুখস্মৃতি নিয়ে আজ এক ভিডিও বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেছেন, ‘আসলে আমাদের দল প্রতিপক্ষ কে, সেটা কখনো দেখে না। সেটা ভারত হোক বা অন্য কোনো দল। আমরা জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলেছি, আমরা এখানে সফল হয়েছি। প্রতি ম্যাচে জয় আমরা উপভোগ করছি।’
এই জয়ের ধারা ধরে রাখতে পারবেন না রাব্বিরা? শিরোপা জিততে হলে সেটিই দরকার। প্রথমবার যুবাদের এশিয়া কাপের ফাইনালে ওঠা আমিরাতও চাইবে ইতিহাস গড়তে। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেই বার্তায় দিয়ে রেখেছে তারা। তবে বাংলাদেশ এর আগে গ্রুপ পর্বের দেখায় আমিরাতকে হারিয়েছে। সেই ম্যাচটিই ফাইনালে তাদের আত্মবিশ্বাস জোগাবে মনে করেন বাংলাদেশ যুব দলের সহ-অধিনায়ক আহরার আমিন, ‘বাংলাদেশ কখনো আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতেনি। আমরা যদি জিততে পারি, তবে এটা অনেক বড় অর্জন হবে দেশের জন্য। গত ম্যাচে ভারতের বিপক্ষে যেভাবে খেলেছি, তাতে সবার অবদান আছে। এই কারণে আমরা জিততে পেরেছি এবং ওই ম্যাচ জেতার আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ইনশা আল্লাহ, আগামীকাল আমরা ভালো খেলব। আমিরাতের সঙ্গে আগেও একটা ম্যাচ খেলেছি এবং জিতেছি। আমি মনে করি, ওটা আমাদের অনেক সাহায্য করবে ওদের খেলোয়াড়দের ব্যাপারে জানতে। এবং পরিকল্পনা বুঝেই আমরা খেলার চেষ্টা করব।’
আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে এশিয়া মহাদেশের লড়াই জিতে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে চায় বাংলাদেশ। সেই কথাই বললেন রাব্বি, ‘এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। সামনে বিশ্বকাপ আছে, এখানে খেলতে পেরে এ জন্য খুব ভালো হয়েছে। উইকেটগুলো খুব ভালো এখানে। পেসাররা খুব ভালো করছে এখানে। মনে হচ্ছে এখানে আমরা ভালো একটা প্রস্তুতি নিচ্ছি।’
আরেকটি ইতিহাস গড়ার সামনে বাংলাদেশের যুবারা। বাংলাদেশ প্রথম কোনো আইসিসির শিরোপার স্বাদ পেয়েছে যুবাদের হাত ধরে। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে বাংলাদেশ। এবার এশিয়া কাপও জেতার সুযোগ তাদের সামনে।
আগামীকাল দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে হারালেই প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতবে বাংলাদেশ। ২০১৯ সালে প্রথমবার এ আসরের ফাইনাল খেলে যুবারা। সেবার তারা হারে ভারতের কাছে। এবার সেই প্রতিশোধ নিয়েছে বাংলাদেশ। ভারতকে হারিয়ে উঠেছে ফাইনালে।
ভারতকে হারানোর সুখস্মৃতি নিয়ে আজ এক ভিডিও বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেছেন, ‘আসলে আমাদের দল প্রতিপক্ষ কে, সেটা কখনো দেখে না। সেটা ভারত হোক বা অন্য কোনো দল। আমরা জাস্ট একটা ক্রিকেট ম্যাচ খেলেছি, আমরা এখানে সফল হয়েছি। প্রতি ম্যাচে জয় আমরা উপভোগ করছি।’
এই জয়ের ধারা ধরে রাখতে পারবেন না রাব্বিরা? শিরোপা জিততে হলে সেটিই দরকার। প্রথমবার যুবাদের এশিয়া কাপের ফাইনালে ওঠা আমিরাতও চাইবে ইতিহাস গড়তে। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে সেই বার্তায় দিয়ে রেখেছে তারা। তবে বাংলাদেশ এর আগে গ্রুপ পর্বের দেখায় আমিরাতকে হারিয়েছে। সেই ম্যাচটিই ফাইনালে তাদের আত্মবিশ্বাস জোগাবে মনে করেন বাংলাদেশ যুব দলের সহ-অধিনায়ক আহরার আমিন, ‘বাংলাদেশ কখনো আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতেনি। আমরা যদি জিততে পারি, তবে এটা অনেক বড় অর্জন হবে দেশের জন্য। গত ম্যাচে ভারতের বিপক্ষে যেভাবে খেলেছি, তাতে সবার অবদান আছে। এই কারণে আমরা জিততে পেরেছি এবং ওই ম্যাচ জেতার আমাদের আত্মবিশ্বাস বেড়েছে। ইনশা আল্লাহ, আগামীকাল আমরা ভালো খেলব। আমিরাতের সঙ্গে আগেও একটা ম্যাচ খেলেছি এবং জিতেছি। আমি মনে করি, ওটা আমাদের অনেক সাহায্য করবে ওদের খেলোয়াড়দের ব্যাপারে জানতে। এবং পরিকল্পনা বুঝেই আমরা খেলার চেষ্টা করব।’
আগামী বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তার আগে এশিয়া মহাদেশের লড়াই জিতে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলতে চায় বাংলাদেশ। সেই কথাই বললেন রাব্বি, ‘এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ। সামনে বিশ্বকাপ আছে, এখানে খেলতে পেরে এ জন্য খুব ভালো হয়েছে। উইকেটগুলো খুব ভালো এখানে। পেসাররা খুব ভালো করছে এখানে। মনে হচ্ছে এখানে আমরা ভালো একটা প্রস্তুতি নিচ্ছি।’
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৪ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৫ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৫ ঘণ্টা আগে