Ajker Patrika

মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের দরজায় ঘুষি মারলেন কোহলি

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৯
মেজাজ হারিয়ে ড্রেসিংরুমের দরজায় ঘুষি মারলেন কোহলি

বারবার ফিল্ডারদের সামনে বিরাট কোহলির ক্যাচ পড়ছিল। যে একবার মঈন আলীর বলে স্লিপে দাঁড়ানো ক্রেগ ওভারটনের হাতে ক্যাচ গেল, সেবারই ধরা খেলেন কোহলি। ব্যর্থতার দায় মোচনে নিজেই নিজের ওপর রাগ ঝেড়েছেন ভারতীয় অধিনায়ক। ড্রেসিংরুমে ফিরে ক্ষোভের বসে ড্রেসিংরুমের দরজায় ঘুষি মেরেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারতের রান তখন ৫ উইকেটে ৩১২। হাতে বাকি ৫ উইকেট নিয়ে দলের লিড ২১৩। বেশ সুবিধাজনক অবস্থানে সফরকারীরা। ১৫০ বলে ৪৪ রান করে কোহলিও উইকেটে থিতু হয়েছেন। ঠিক তখনই মঈন আলী বোলিংয়ে এসে উইকেটের ক্ষত জায়গায় বল ফেলে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার চেষ্টা করতে থাকেন। তবে বিরাট কোহলি বিভ্রান্ত হলেন অফ স্টাম্প লাইনের সোজা বলেই। সামনের পায়ে রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ওভারটনের হাতে ক্যাচ দিলেন। 

যেন নিজেই নিজের সর্বনাশ ডেকে আনলেন কোহলি! ৪৪ রানে ক্যাচ দিয়েই রাজ্যের হতাশা ভর করেছিল তাঁর  চোখে-মুখে। তবু কোনোভাবে নিজেকে সামলে ড্রেসিংরুম পর্যন্ত এসেছিলেন। তবে এবার আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না ভারতীয় অধিনায়ক। ব্যাটিং গ্লাভস হাত থেকে খোলার আগেই ঘুষি মারলেন ড্রেসিংরুমের দরজায়।

কোহলি বড় ইনিংস খেলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে তাঁর দল ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। রোহিত শর্মার সেঞ্চুরি আর চেতেশ্বর পূজারা ও শার্দুল ঠাকুরের ফিফটিতে ভারতের ইনিংস থেমেছে ৪৬৬ রানে। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৬৮ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে কোহলির দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত