মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছু্টা হলেও চাপে পড়েছিল বাংলাদেশ। চাপ সামলে শেষ হাসি হেসেছে বাংলাদেশই। ক্রিস জর্ডানকে টানা দুই চার মেরে বাংলাদেশের ৪ উইকেটের জয় নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ। ৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতল সাকিব আল হাসানের দল। অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ডের পর তৃতীয় টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজও জিতল বাংলাদেশ। আজকের পত্রিকার লাইভে এতক্ষণ থাকায় আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের লক্ষ্যে পরশু মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন সাকিবরা।
হৃদয়ের উইকেট হারাল বাংলাদেশ
আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিষেকেই উইকেট পেলেন রেহান আহমেদ। ১১ তম ওভারের দ্বিতীয় বলে তৌহিদ হৃদয়ের উইকেট নিয়েছেন রেহান। ১৮ বলে ১৭ রান করেন হৃদয়। ১২ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ৬৫।
পঞ্চাশ পেরোল বাংলাদেশ
১১৮ রান তাড়া করতে নেমে ২৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস, রনি তালুকদার প্রত্যেকেই আউট হয়েছেন ৯ রান করে। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়। ১০ ওভারে ২ উইকেটে ৫৫ রান করে বাংলাদেশ।
লিটনের পর আউট হলেন রনি
লিটন দাসের পর রনি তালুকদারের উইকেট হারাল বাংলাদেশ। রনিকে ফিরিয়েছেন জোফরা আর্চার। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পুল করতে গিয়ে মিড অনে মঈন আলির তালুবন্দী হয়েছেন রনি। লিটনের মতো রনিও করেছেন ৯ রান। ৬ ওভারে ২ উইকেটে ৩২ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১০ রানে এবং তৌহিদ হৃদয় ১ রানে অপরাজিত আছেন।
লিটনকে হারাল বাংলাদেশ
১১৮ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ১৫ রান। তবে থিতু হওয়ার আগেই আউট হয়েছেন লিটন দাস। তৃতীয় ওভারের তৃতীয় বলে স্যাম কারানকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ফিল সল্টের তালুবন্দী হলেন লিটন। ৯ বলে ৯ রান করেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। ৩ ওভারে ১ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ।
ইংল্যান্ডকে ১১৭ রানে আটকে দিল বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টির মতো আজও টস জিতে ফিল্ডিং নিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান,হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট। বাকি দুটো হয়েছে রানআউট।
মিরাজের ঘূর্ণিতে চাপে ইংল্যান্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মিরাজ। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ১৮ ওভারে ৭ উইকেটে ইংল্যান্ডের রান ১০৫।
কারানের পর ওকসকেও ফেরালেন মিরাজ
স্যাম কারানকে ফিরিয়ে পঞ্চম উইকেটের জুটি ভেঙেছিলেন মেহেদি হাসান মিরাজ। এবার ক্রিস ওকসকেও ফিরিয়েছেন মিরাজ। মিরাজের দুই উইকেটেই স্টাম্পিং করেছেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই আউট হলেন ওকস। ১৫ ওভারে ৬ উইকেটে ইংল্যান্ডের রান ৯২।
ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড
৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের এই বিপর্যয়ে হাল ধরেছেন স্যাম কারান ও বেন ডাকেট। পঞ্চম উইকেটে এই দুই বাঁহাতি ব্যাটার করেছেন ৩০ বলে ৩৪ রানের জুটি। ১৪ ওভারে ৪ উইকেটে ইংল্যান্ডের রান ৯১।
৪ উইকেট নেই ইংল্যান্ডের
নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ইংল্যান্ড। বাংলাদেশের বোলারদের বোলিংয়ে উইকেটে থিতু হতে পারছেন না কেউই। এবার মঈন আলিকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ। মিরাজকে সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে বদলি ফিল্ডার শামীম হোসেনের তালুবন্দী হয়েছেন মঈন। ১৭ বলে ১৫ রান করেন মঈন।
বাটলারের উইকেট নিলেন হাসান
সল্টের পর উইকেটে এসেছিলেন জস বাটলার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি বাটলার। অষ্টম ওভারের শেষ বলে দারুণ এ্ক ইয়র্কারে ইংলিশ অধিনায়ককে বোল্ড করেন হাসান মাহমুদ।
সল্টকে ফেরালেন সাকিব
মালান ফিরে গেলেও একপ্রান্তে রানের চাকা সচল রাখছিলেন ফিলিপ সল্ট। সেই সল্টকেই ফেরালেন সাকিব আল হাসান। সপ্তম ওভারের তৃতীয় বলে ইংল্যান্ডের এই ওপেনারকে কট এন্ড বোল্ড করেন সাকিব। ১৯ বলে ২৫ রান করেন সল্ট।
পাওয়ারপ্লেতে ইংল্যান্ড দারুণ ব্যাটিং
ইংল্যান্ডের হয়ে আজ ওপেনিং করেন ডেভিড মালান ও ফিল সল্ট। মালান দ্রুত ফিরে গেলেও রানের চাকা সচল রাখছেন সল্ট। প্রথম ৬ ওভার শেষে ইংল্যান্ড করেছে ১ উইকেটে ৫০ রান।
মালানকে আউট করলেন তাসকিন
টসে হেরে ব্যাটিং পেয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান করে ইংলিশরা। আর তৃতীয় ওভার বোলিংয়ে এসে জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। ওভারের দ্বিতীয় বলে তাসকিনকে ফ্লিক করতে গিয়েছিলেন ডেভিড মালান। টপ এজ হয়ে বল চলে যায় থার্ড ম্যানে হাসান মাহমুদের হাতে। ৮ বলে ৫ রান করেছেন মালান।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শুভ অপরাহ্ন। আজকের পত্রিকার লাইভে আপনাদের স্বাগত। মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন নিয়ে নামছে স্বাগতিকেরা। শামীম হোসেনকে বাদ দিয়ে এ ম্যাচে নেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডও এনেছে একটি পরিবর্তন। পেসার মার্ক উডকে বাদ দিয়ে নিয়েছে রেহান আহমেদকে। আজই টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে এই লেগ স্পিনারের। তিন পেসার, দুই লেগ স্পিনার ও এক স্পিন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
ইংল্যান্ড দল:
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।
মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে কিছু্টা হলেও চাপে পড়েছিল বাংলাদেশ। চাপ সামলে শেষ হাসি হেসেছে বাংলাদেশই। ক্রিস জর্ডানকে টানা দুই চার মেরে বাংলাদেশের ৪ উইকেটের জয় নিশ্চিত করেছেন তাসকিন আহমেদ। ৭ বল হাতে রেখে পাওয়া এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতল সাকিব আল হাসানের দল। অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ডের পর তৃতীয় টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজও জিতল বাংলাদেশ। আজকের পত্রিকার লাইভে এতক্ষণ থাকায় আপনাদের অসংখ্য ধন্যবাদ। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের লক্ষ্যে পরশু মিরপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন সাকিবরা।
হৃদয়ের উইকেট হারাল বাংলাদেশ
আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিষেকেই উইকেট পেলেন রেহান আহমেদ। ১১ তম ওভারের দ্বিতীয় বলে তৌহিদ হৃদয়ের উইকেট নিয়েছেন রেহান। ১৮ বলে ১৭ রান করেন হৃদয়। ১২ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ৬৫।
পঞ্চাশ পেরোল বাংলাদেশ
১১৮ রান তাড়া করতে নেমে ২৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস, রনি তালুকদার প্রত্যেকেই আউট হয়েছেন ৯ রান করে। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত এবং তৌহিদ হৃদয়। ১০ ওভারে ২ উইকেটে ৫৫ রান করে বাংলাদেশ।
লিটনের পর আউট হলেন রনি
লিটন দাসের পর রনি তালুকদারের উইকেট হারাল বাংলাদেশ। রনিকে ফিরিয়েছেন জোফরা আর্চার। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে পুল করতে গিয়ে মিড অনে মঈন আলির তালুবন্দী হয়েছেন রনি। লিটনের মতো রনিও করেছেন ৯ রান। ৬ ওভারে ২ উইকেটে ৩২ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১০ রানে এবং তৌহিদ হৃদয় ১ রানে অপরাজিত আছেন।
লিটনকে হারাল বাংলাদেশ
১১৮ রানের লক্ষ্যে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ২ ওভারে কোনো উইকেট না হারিয়ে করেছিল ১৫ রান। তবে থিতু হওয়ার আগেই আউট হয়েছেন লিটন দাস। তৃতীয় ওভারের তৃতীয় বলে স্যাম কারানকে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ফিল সল্টের তালুবন্দী হলেন লিটন। ৯ বলে ৯ রান করেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার। ৩ ওভারে ১ উইকেটে ১৭ রান করেছে বাংলাদেশ।
ইংল্যান্ডকে ১১৭ রানে আটকে দিল বাংলাদেশ
প্রথম টি-টোয়েন্টির মতো আজও টস জিতে ফিল্ডিং নিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড। সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান,হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট। বাকি দুটো হয়েছে রানআউট।
মিরাজের ঘূর্ণিতে চাপে ইংল্যান্ড
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন মিরাজ। ৪ ওভার বোলিং করে ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ১৮ ওভারে ৭ উইকেটে ইংল্যান্ডের রান ১০৫।
কারানের পর ওকসকেও ফেরালেন মিরাজ
স্যাম কারানকে ফিরিয়ে পঞ্চম উইকেটের জুটি ভেঙেছিলেন মেহেদি হাসান মিরাজ। এবার ক্রিস ওকসকেও ফিরিয়েছেন মিরাজ। মিরাজের দুই উইকেটেই স্টাম্পিং করেছেন লিটন দাস। রানের খাতা খোলার আগেই আউট হলেন ওকস। ১৫ ওভারে ৬ উইকেটে ইংল্যান্ডের রান ৯২।
ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড
৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৮ রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের এই বিপর্যয়ে হাল ধরেছেন স্যাম কারান ও বেন ডাকেট। পঞ্চম উইকেটে এই দুই বাঁহাতি ব্যাটার করেছেন ৩০ বলে ৩৪ রানের জুটি। ১৪ ওভারে ৪ উইকেটে ইংল্যান্ডের রান ৯১।
৪ উইকেট নেই ইংল্যান্ডের
নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ইংল্যান্ড। বাংলাদেশের বোলারদের বোলিংয়ে উইকেটে থিতু হতে পারছেন না কেউই। এবার মঈন আলিকে ফেরালেন মেহেদি হাসান মিরাজ। মিরাজকে সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে বদলি ফিল্ডার শামীম হোসেনের তালুবন্দী হয়েছেন মঈন। ১৭ বলে ১৫ রান করেন মঈন।
বাটলারের উইকেট নিলেন হাসান
সল্টের পর উইকেটে এসেছিলেন জস বাটলার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি বাটলার। অষ্টম ওভারের শেষ বলে দারুণ এ্ক ইয়র্কারে ইংলিশ অধিনায়ককে বোল্ড করেন হাসান মাহমুদ।
সল্টকে ফেরালেন সাকিব
মালান ফিরে গেলেও একপ্রান্তে রানের চাকা সচল রাখছিলেন ফিলিপ সল্ট। সেই সল্টকেই ফেরালেন সাকিব আল হাসান। সপ্তম ওভারের তৃতীয় বলে ইংল্যান্ডের এই ওপেনারকে কট এন্ড বোল্ড করেন সাকিব। ১৯ বলে ২৫ রান করেন সল্ট।
পাওয়ারপ্লেতে ইংল্যান্ড দারুণ ব্যাটিং
ইংল্যান্ডের হয়ে আজ ওপেনিং করেন ডেভিড মালান ও ফিল সল্ট। মালান দ্রুত ফিরে গেলেও রানের চাকা সচল রাখছেন সল্ট। প্রথম ৬ ওভার শেষে ইংল্যান্ড করেছে ১ উইকেটে ৫০ রান।
মালানকে আউট করলেন তাসকিন
টসে হেরে ব্যাটিং পেয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিল ইংল্যান্ড। প্রথম দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৬ রান করে ইংলিশরা। আর তৃতীয় ওভার বোলিংয়ে এসে জুটি ভাঙলেন তাসকিন আহমেদ। ওভারের দ্বিতীয় বলে তাসকিনকে ফ্লিক করতে গিয়েছিলেন ডেভিড মালান। টপ এজ হয়ে বল চলে যায় থার্ড ম্যানে হাসান মাহমুদের হাতে। ৮ বলে ৫ রান করেছেন মালান।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শুভ অপরাহ্ন। আজকের পত্রিকার লাইভে আপনাদের স্বাগত। মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। একাদশে একটি পরিবর্তন নিয়ে নামছে স্বাগতিকেরা। শামীম হোসেনকে বাদ দিয়ে এ ম্যাচে নেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে।
তিন পেসার, এক স্পিনার ও দুই স্পিন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডও এনেছে একটি পরিবর্তন। পেসার মার্ক উডকে বাদ দিয়ে নিয়েছে রেহান আহমেদকে। আজই টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে এই লেগ স্পিনারের। তিন পেসার, দুই লেগ স্পিনার ও এক স্পিন অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।
বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।
ইংল্যান্ড দল:
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও রেহান আহমেদ।
কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১ মিনিট আগেগোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
২ ঘণ্টা আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
২ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
৩ ঘণ্টা আগে