বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ রাত ৮টার ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে লড়াইয়ে নামবে এ দুই দল।
নিজেদের প্রথম ম্যাচে বোলিংয়ে দারুণ করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে আটকে দিয়েছিল তারা। তবে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি অ্যারন ফিঞ্চ দল। একপর্যায়ে ৮১ রানেই হারিয়ে বসেছিল ৫ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা ঠিকই জিতে নিয়েছে তারা। এখন তাদের সামনে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ। এই ম্যাচে লঙ্কানদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হতে পারেন ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে টানা তিন টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন এই বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে ১০০ রানে অপরাজিত থাকা ওয়ার্নার পরের দুই ম্যাচে অপরাজিত ছিলেন ৬০ ও ৫৭ রানে।
ওয়ার্নারের বর্তমান সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না। আইপিএলে ছন্দহীনতায় দল থেকে বাদও পড়েছিলেন। শ্রীলঙ্কা ম্যাচটি এই বাঁহাতি ওপেনারের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর। ম্যাচের আগে ওয়ার্নার বলেন, ‘মানুষ আমার ছন্দ নিয়ে কথা বলছে এটা বেশ মজার মনে হয়। কারণ, আমি খুব অল্পই খেলেছি। আইপিএলেও আমি দুটির বেশি ম্যাচ খেলিনি। আমার মনে হয়, আমি বেশ ভালো অবস্থায় আছি। নেটেও বেশ ভালো বল হিট করছি। এখন প্রস্তুত।’
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু ওয়েড নিজেদের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘এখানে সবাই জিততে এসেছে, শ্রীলঙ্কাও ব্যতিক্রম নয়। তাদের হারাতে হলে আমাদেরও নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’
ওয়ার্নারের মতো ছন্দে নেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাও। তবে আজ বড় ম্যাচে জ্বলে উঠতে চাইবেন তিনিও।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের অবশ্য আলাদাভাবে ভাবতে হবে রহস্যময় স্পিনার মহেশ তিকসানাকে নিয়ে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লঙ্কান কোচ মিকি আর্থার বলেছেন, চোট কাটিয়ে এই ম্যাচে খেলবেন তিকসানা, ‘আমরা সব সময় নিজেদের খেলার উন্নতি নিয়ে ভাবছি। এই মুহূর্তে বিষয়টা হলো শুধু এগিয়ে যাওয়ার। ছেলেরাও প্রতিনিয়ত ভালো করছে। দল যে অবস্থায় আছে, আমি খুবই আনন্দিত। ভালো খেলছি এবং আমাদের দল বেশ বিপজ্জনকও বটে। এই আত্মবিশ্বাস আমাদের আছে যে আমরা নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’
বিশ্বকাপে জয় দিয়ে অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে আজ রাত ৮টার ম্যাচে মুখোমুখি হবে এ দুই দল। আগের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস নিয়ে লড়াইয়ে নামবে এ দুই দল।
নিজেদের প্রথম ম্যাচে বোলিংয়ে দারুণ করেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাকে ১১৮ রানে আটকে দিয়েছিল তারা। তবে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি অ্যারন ফিঞ্চ দল। একপর্যায়ে ৮১ রানেই হারিয়ে বসেছিল ৫ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা ঠিকই জিতে নিয়েছে তারা। এখন তাদের সামনে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ। এই ম্যাচে লঙ্কানদের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম হতে পারেন ডেভিড ওয়ার্নার। ২০১৯ সালে টানা তিন টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে নাস্তানাবুদ করে ছেড়েছিলেন এই বাঁহাতি ওপেনার। প্রথম ম্যাচে ১০০ রানে অপরাজিত থাকা ওয়ার্নার পরের দুই ম্যাচে অপরাজিত ছিলেন ৬০ ও ৫৭ রানে।
ওয়ার্নারের বর্তমান সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না। আইপিএলে ছন্দহীনতায় দল থেকে বাদও পড়েছিলেন। শ্রীলঙ্কা ম্যাচটি এই বাঁহাতি ওপেনারের জন্য হতে পারে ঘুরে দাঁড়ানোর। ম্যাচের আগে ওয়ার্নার বলেন, ‘মানুষ আমার ছন্দ নিয়ে কথা বলছে এটা বেশ মজার মনে হয়। কারণ, আমি খুব অল্পই খেলেছি। আইপিএলেও আমি দুটির বেশি ম্যাচ খেলিনি। আমার মনে হয়, আমি বেশ ভালো অবস্থায় আছি। নেটেও বেশ ভালো বল হিট করছি। এখন প্রস্তুত।’
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু ওয়েড নিজেদের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘এখানে সবাই জিততে এসেছে, শ্রীলঙ্কাও ব্যতিক্রম নয়। তাদের হারাতে হলে আমাদেরও নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে হবে।’
ওয়ার্নারের মতো ছন্দে নেই লঙ্কান ওপেনার কুশল পেরেরাও। তবে আজ বড় ম্যাচে জ্বলে উঠতে চাইবেন তিনিও।
এই ম্যাচে অস্ট্রেলিয়ার ব্যাটারদের অবশ্য আলাদাভাবে ভাবতে হবে রহস্যময় স্পিনার মহেশ তিকসানাকে নিয়ে। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে লঙ্কান কোচ মিকি আর্থার বলেছেন, চোট কাটিয়ে এই ম্যাচে খেলবেন তিকসানা, ‘আমরা সব সময় নিজেদের খেলার উন্নতি নিয়ে ভাবছি। এই মুহূর্তে বিষয়টা হলো শুধু এগিয়ে যাওয়ার। ছেলেরাও প্রতিনিয়ত ভালো করছে। দল যে অবস্থায় আছে, আমি খুবই আনন্দিত। ভালো খেলছি এবং আমাদের দল বেশ বিপজ্জনকও বটে। এই আত্মবিশ্বাস আমাদের আছে যে আমরা নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে