নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নির্ধারিতই ছিল। ঝালিয়ে নিতে বাংলাদেশ দল এই মাসে আরও দুটি আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে। ম্যাচ দুটি হবে দুবাইয়ে।
এ মাসের শেষ দিকে দুবাইয়ে একটি বিশেষ ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশের। আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুবাইয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও পাবে বাংলাদেশ। তিনি দুপুরে সাংবাদিকদের বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী ২২ সেপ্টেম্বর দলের যাওয়ার ব্যাপারে একটা সূচি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর আমরা হয়তো ফিরে আসব। এর মধ্যে কয়েকটা অনুশীলন সেশন এবং দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এটা নিয়ে আমাদের আরব আমিরাত বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমিরাত থেকে দেশে ফিরে তারপর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।’
বিশেষ ক্যাম্পে অনুশীলনের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলাটা ‘বাড়তি পাওয়া’ মনে করছে বিসিবি। দুবাইয়ের ক্যাম্পে অধিনায়ক সাকিব আল হাসানের যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন অধিনায়কের উপস্থিতির বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, ‘সাকিব আল হাসানকে আমরা আগেই একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছি। এখনো সেভাবেই আছে। এ (দুবাইতে যোগ দেওয়া) ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যেহেতু এটা একটা দলের প্রস্তুতি, টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে।’
সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও দলের বেশির ভাগ কোচিং স্টাফের থাকার কথা এই ক্যাম্পে।
আর দুবাইয়ে ম্যাচ দুইটি হবে ২৫ ও ২৭ সেপ্টম্বর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ নির্ধারিতই ছিল। ঝালিয়ে নিতে বাংলাদেশ দল এই মাসে আরও দুটি আন্তর্জাতিক ম্যাচ পাচ্ছে। ম্যাচ দুটি হবে দুবাইয়ে।
এ মাসের শেষ দিকে দুবাইয়ে একটি বিশেষ ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশের। আজ বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুবাইয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগও পাবে বাংলাদেশ। তিনি দুপুরে সাংবাদিকদের বলেছেন, ‘পরিকল্পনা অনুযায়ী ২২ সেপ্টেম্বর দলের যাওয়ার ব্যাপারে একটা সূচি করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর আমরা হয়তো ফিরে আসব। এর মধ্যে কয়েকটা অনুশীলন সেশন এবং দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। এটা নিয়ে আমাদের আরব আমিরাত বোর্ডের সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমিরাত থেকে দেশে ফিরে তারপর নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ।’
বিশেষ ক্যাম্পে অনুশীলনের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলাটা ‘বাড়তি পাওয়া’ মনে করছে বিসিবি। দুবাইয়ের ক্যাম্পে অধিনায়ক সাকিব আল হাসানের যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ। বিসিবির প্রধান নির্বাহী বলেছেন অধিনায়কের উপস্থিতির বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে, ‘সাকিব আল হাসানকে আমরা আগেই একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য এনওসি (অনাপত্তিপত্র) দিয়েছি। এখনো সেভাবেই আছে। এ (দুবাইতে যোগ দেওয়া) ব্যাপারে আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। যেহেতু এটা একটা দলের প্রস্তুতি, টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে।’
সাকিবকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও দলের বেশির ভাগ কোচিং স্টাফের থাকার কথা এই ক্যাম্পে।
আর দুবাইয়ে ম্যাচ দুইটি হবে ২৫ ও ২৭ সেপ্টম্বর।
টানা ৬ ম্যাচ জিতে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপার মঞ্চে হতাশ করেছে লা আলবিসেলস্তেরা। মরক্কোর কাছে ২–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টাইন যুবারা। এই হারের কষ্ট ছুঁয়ে গেছে লিওনেল মেসিকে। তবে ছোট ভাইদের লড়াকু মানসিকতায় গর্বিত তিনি।
৪৪ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে চাইলে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে নিগার সুলতানা জ্যোতিদের। সেই সঙ্গে অন্যান্য ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।
১ ঘণ্টা আগেকলম্বোয় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ম্যাচের পর খেই হারাতে থাকে বাংলাদেশ। টানা ৪ ম্যাচ হেরেছে দলটি। খাদের কিনারায় থাকা দলটির এখন শেষ দুই ম্যাচ তো জিততে হবেই। এমনকি তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকেও।
২ ঘণ্টা আগেকারিয়ারে প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে এসে কাঁপিয়ে দিচ্ছেন মারুফা আক্তার। বিশেষ করে, নতুন বলে তাঁকে খেলতে ব্যাটারদের রীতিমতো হিমশিম খেতে হয়। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে বাংলাদেশের যখন জয়ের কোনো বিকল্প নেই, তখন মারুফাকে নিয়ে দূর হলো দুশ্চিন্তা।
১৩ ঘণ্টা আগে