Ajker Patrika

বুমরা বিশ্বকাপ থেকে এখনো ছিটকে যায়নি, বলছেন সৌরভ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৩: ০০
Thumbnail image

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা গত বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, জাসপ্রীত বুমরা পিঠের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। কিন্তু সৌরভ গাঙ্গুলি জানাচ্ছেন, বুমরার বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়নি। তাঁর কথায়, বুমরার বিশ্বকাপে খেলা নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা।

এক ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপিত সৌরভ। তিনি বলেছেন, ‘বুমরা এখনো বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে জানা যাবে সে অস্ট্রেলিয়ায় যাচ্ছে কি না। এখনই তার সম্ভাবনা শেষ এটা বলা যাচ্ছে না।’

এর আগে পিটিআইকে তথ্য দেওয়া সেই কর্মকর্তা বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার পক্ষে খেলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পিঠে মারাত্মক চোট রয়েছে ওর। ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।’

বর্তমানে বিসিসিআইয়ের চিকিৎসক টিমের তত্ত্বাবধানে আছেন বুমরা। এই পিঠের চোটে এশিয়া কাপে খেলতে পারেননি ভারতের এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরে আবারও চোট পেলেন বুমরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ তো শেষ, এবার বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সৌরভের মতে, দুই-তিন দিনের মধ্যে সেটা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত