Ajker Patrika

শারজায় বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট কোথায় মিলবে

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১৭: ৪৩
শারজায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৬ নভেম্বর। ছবি: এএফপি
শারজায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ৬ নভেম্বর। ছবি: এএফপি

শারজায় ৬ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মাঠে না গিয়েও ভক্ত-সমর্থকেরা অনলাইনে কাটতে পারবেন এই সিরিজের টিকিট। শারজায় হতে যাওয়া এই সিরিজের টিকিট পাওয়া যাচ্ছে প্লাটিনামলিস্ট টিকিটস নামে একটি ওয়েবসাইটে।

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের টিকিট পেতে এই লিংকে যেতে হবে। অথবা ওয়েবসাইটে গিয়ে কিউআর কোড স্ক্যান করলেই মিলবে সিরিজের টিকিট। এমনকি ম্যাচের দিন স্টেডিয়ামের টিকিট বক্সেও পাওয়া যাবে টিকিট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের টিকিটের সর্বনিম্ন দাম ৮.৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ হাজার ১৪ টাকা। এই সিরিজে টিকিটের সর্বোচ্চ দাম ৭০.৮৪ ডলার (৮ হাজার ৪৫৩ টাকা)।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের তিনটি ওয়ানডেই হবে শারজায়। দ্বিতীয় ওয়ানডে হবে ৯ নভেম্বর। তৃতীয় তথা শেষ ওয়ানডে হবে ১১ নভেম্বর। এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। তবে সাকিব আল হাসান, লিটন দাস ও তানজিম হাসান সাকিব—এই তিন তারকা ক্রিকেটার নেই আফগান সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন নাহিদ রানা। ক্যারিয়ারে এক ওয়ানডে খেলা জাকির হাসান আছেন আফগান সিরিজে। সিনিয়রদের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। গতকাল সৌম্য সরকার, তাওহীদ হৃদয়রা প্রথম ভাগে পাড়ি জমিয়েছেন মরুর দেশে।

এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা দারুণ যাচ্ছে আফগানিস্তানের। সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতে আফগানরা। অন্যদিকে বাংলাদেশ নিজেদের সবশেষ ৭ ম্যাচের ৭টিতেই বাজেভাবে হেরেছে। যার মধ্যে রয়েছে ৪ টেস্ট ও ৩ টি-টোয়েন্টি। এ ছাড়া বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছেন বিস্ফোরক আফগান ওপেনার সেদিকুল্লাহ আতাল। কদিন আগে শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে সর্বোচ্চ ৩৬৮ রান করেছিলেন আতাল। ঈর্ষণীয় ১২২.৬৭ গড়ের সঙ্গে স্ট্রাইকরেট ছিল ১৪৭.৭৯। ৫ ম্যাচের ৫টিতেই করেছিলেন ফিফটি। আফগানিস্তানও হয়েছিল চ্যাম্পিয়ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত