Ajker Patrika

রফিককে ছাড়িয়ে বয়োজ্যেষ্ঠ সাকিবের রেকর্ড

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ০৮
রফিককে ছাড়িয়ে বয়োজ্যেষ্ঠ সাকিবের রেকর্ড

চোখের সমস্যার সঙ্গে যুক্ত হলো আঙুলের সমস্যাও। ব্যাটিং-বোলিংয়েও ছন্দে নেই সাকিব আল হাসান। এর মধ্যেই আজ তৃতীয় দিনে মাঠে নেমে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়লেন সাকিব। 

সাকিব ৩৭ বছর ১৮১ দিন বয়সে আজ ভারতের বিপক্ষে টেস্ট খেলছেন। ভেঙে দিয়েছেন সাবেক অলরাউন্ডার মোহাম্মদ রফিকের রেকর্ড। রফিক ৩৭ বছর ১৮০ দিন বয়সে টেস্ট খেলেছিলেন। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। 

চেন্নাই টেস্টে ৫১৫ রানের লক্ষ্য তাড়ায় ব্যাটিং করছে বাংলাদেশ দল। দুই ইনিংসে বল হাতে কোনো উইকেট নিতে পারেননি সাকিব। ব্যাট হাতে প্রথম ইনিংসে করেছেন ৩২ রান। ব্যাটিংয়ের চোখের সমস্যা নিয়ে বেশ অস্বস্তিও দেখা যায় সাকিবের মধ্যে। 

 ৬৯ টেস্টে ১১৭ ইনিংসে ২.৯৪ ইকোনমিতে ২৪২ উইকেট সাকিবের। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১৯ বার, ৪ উইকেট ১০ বার এবং এক টেস্টে ১০ উইকেট নিয়েছেন দুবার। রান করেছেন ৪৫৪৩, গড় ৩৮.৫০। ৫ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৩১ ফিফটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত