ব্যাটিংয়ে ফর্মে না থাকলেও উইকেটরক্ষক সঞ্জু স্যামসন খুবই সক্রিয়। উইকেটের পেছন থেকে বোলারকে উজ্জীবিত রাখতে বিভিন্ন কথা বলতে শোনা যায় তাঁর মুখে। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে এবার স্যামসন নজর কেড়েছেন বাংলায় কথা বলে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে স্যামসনকে বাংলায় কথা বলতে শোনা যায়। ওভারের পঞ্চম বলে রিয়ান পরাগকে ডিপ মিড উইকেটে পুল করে সিঙ্গেল নেন মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটের পেছন থেকে পরাগের প্রশংসা করে স্যামসন বলেন, ‘খুব ভালো।’ ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সুনীল গাভাস্কার ব্যাপারটা ভালোমতোই লক্ষ করেছেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ধারাভাষ্যকক্ষে বলেছেন, ‘স্যামসন এখন বাংলা ভাষায় পারদর্শী হয়ে উঠছে।’ স্যামসনের মুখে বাংলা শোনাটা অবাক করার মতোই। কারণ স্যামসনের জন্ম ভারতের কেরালা রাজ্যের ত্রিবান্দ্রাম শহরে। দক্ষিণ ভারতীয়রা নিজেদের রাজ্য ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
স্যামসনের বাংলায় কথা বলাটা পরে পরাগের জন্য ‘টনিক’ হিসেবে কাজ করেছে। ১১তম ওভারের শেষ বলে পরাগ তুলে নেন মেহেদী হাসান মিরাজকে। ইনসাইড আউট ড্রাইভ করতে গিয়ে মিরাজ টাইমিংয়ে গড়বড় করেন। লংঅফে ক্যাচ ধরেন বদলি ফিল্ডার হিসেবে নামা রবি বিষ্ণুই। তা ছাড়া পরাগের বাড়ি ভারতের আসাম রাজ্যে। বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যের অধিকাংশ লোকই বাংলা জানে। পরাগের সঙ্গে থাকতে থাকতেই হয়তো বাংলা রপ্ত করছেন স্যামসন।
১১তম ওভারে যখন পরাগ বোলিংয়ে এলেন, তখন আরও একটি আলোচিত ঘটনা ঘটে। ওভারের চতুর্থ বলে হেলেদুলে এসে ডান হাতটা হালকা বাঁকিয়ে বলটা ছেড়েছেন তিনি। মাঠের আম্পায়ার যখন তৃতীয় আম্পায়ারের স্মরণাপন্ন হন, যাচাই-বাছাই করে সেটা নো বল ডাকা হয়েছে। কারণ বোলিংয়ের পর পরাগের পেছনের পায়ের অবস্থান ছিল ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়ম বিরুদ্ধ।
ব্যাটিংয়ে ফর্মে না থাকলেও উইকেটরক্ষক সঞ্জু স্যামসন খুবই সক্রিয়। উইকেটের পেছন থেকে বোলারকে উজ্জীবিত রাখতে বিভিন্ন কথা বলতে শোনা যায় তাঁর মুখে। বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজে এবার স্যামসন নজর কেড়েছেন বাংলায় কথা বলে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে বাংলাদেশের ইনিংসের ১১তম ওভারে স্যামসনকে বাংলায় কথা বলতে শোনা যায়। ওভারের পঞ্চম বলে রিয়ান পরাগকে ডিপ মিড উইকেটে পুল করে সিঙ্গেল নেন মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটের পেছন থেকে পরাগের প্রশংসা করে স্যামসন বলেন, ‘খুব ভালো।’ ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সুনীল গাভাস্কার ব্যাপারটা ভালোমতোই লক্ষ করেছেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি ধারাভাষ্যকক্ষে বলেছেন, ‘স্যামসন এখন বাংলা ভাষায় পারদর্শী হয়ে উঠছে।’ স্যামসনের মুখে বাংলা শোনাটা অবাক করার মতোই। কারণ স্যামসনের জন্ম ভারতের কেরালা রাজ্যের ত্রিবান্দ্রাম শহরে। দক্ষিণ ভারতীয়রা নিজেদের রাজ্য ভাষায় কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
স্যামসনের বাংলায় কথা বলাটা পরে পরাগের জন্য ‘টনিক’ হিসেবে কাজ করেছে। ১১তম ওভারের শেষ বলে পরাগ তুলে নেন মেহেদী হাসান মিরাজকে। ইনসাইড আউট ড্রাইভ করতে গিয়ে মিরাজ টাইমিংয়ে গড়বড় করেন। লংঅফে ক্যাচ ধরেন বদলি ফিল্ডার হিসেবে নামা রবি বিষ্ণুই। তা ছাড়া পরাগের বাড়ি ভারতের আসাম রাজ্যে। বাংলাদেশের সীমান্তবর্তী এই রাজ্যের অধিকাংশ লোকই বাংলা জানে। পরাগের সঙ্গে থাকতে থাকতেই হয়তো বাংলা রপ্ত করছেন স্যামসন।
১১তম ওভারে যখন পরাগ বোলিংয়ে এলেন, তখন আরও একটি আলোচিত ঘটনা ঘটে। ওভারের চতুর্থ বলে হেলেদুলে এসে ডান হাতটা হালকা বাঁকিয়ে বলটা ছেড়েছেন তিনি। মাঠের আম্পায়ার যখন তৃতীয় আম্পায়ারের স্মরণাপন্ন হন, যাচাই-বাছাই করে সেটা নো বল ডাকা হয়েছে। কারণ বোলিংয়ের পর পরাগের পেছনের পায়ের অবস্থান ছিল ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নিয়ম বিরুদ্ধ।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে