নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চোটে পড়া তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণার চিন্তা বিসিবির। তাঁকে নিয়ে পরশু রাতে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা বাংলাদেশের। তবে এখনই নিশ্চিত বলা যাচ্ছে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে তাসকিনের।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে শরীরের ডান ঊরুর মাংসপেশিতে চোট পান তাসকিন। পরের দিন তীব্র ব্যথা অনুভব হওয়ায় শেষ ম্যাচটি আর খেলা হয়নি তাঁর। যুক্তরাষ্ট্রে দল ঘোষণার আগে তাসকিনের এই চোট নিয়ে গভীর চিন্তায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের এই পেসারের যখন বিশ্বকাপে দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার ভার, তখন তাঁকে নিয়েই বেশি দুশ্চিন্তা।
এরই মধ্যে দল ঘোষণার সময় জানিয়েছে বিসিবি। কাল বেলা সাড়ে ১২টায় বিশ্বকাপের দল দেবেন নির্বাচকেরা। সেই দলে তাসকিনকে রেখেই এগোনোর চিন্তা। তবে সূত্র জানিয়েছে, ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসির কোনো প্রস্তুতি ম্যাচেও তাঁর খেলা কঠিন।
চোট থেকে সেরে উঠতে তাসকিন সময় পাচ্ছেন ২০ দিনেরও বেশি সময়। দুই সপ্তাহের বিশ্রামে যদি তিনি সেরে ওঠেন ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ম্যাচ দিয়েও তাঁর মাঠে ফেরার সম্ভাবনা আছে। আর যুক্তরাষ্ট্রে গেলে সেখানকার চিকিৎসা নেওয়ার সুযোগ তো থাকছেই। সব মিলিয়ে তাসকিনকে এখনই বিশ্বকাপ খেলোয়াড় তালিকার বাইরে রাখতে চায় না বিসিবি। শেষ পর্যন্ত তাঁকে যদি নাও পাওয়া যায়, ২৫ মে পর্যন্ত চোটজনিত বদলি নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের। তবে এখনই তাসকিনের বিকল্পও ভাবতে হচ্ছে, সে হিসেবে বেশি উচ্চারিত হচ্ছে হাসান মাহমুদের নাম।
চোটে পড়া তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণার চিন্তা বিসিবির। তাঁকে নিয়ে পরশু রাতে যুক্তরাষ্ট্রে রওনা দেওয়ার কথা বাংলাদেশের। তবে এখনই নিশ্চিত বলা যাচ্ছে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হচ্ছে তাসকিনের।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ে ডাইভ দিতে গিয়ে শরীরের ডান ঊরুর মাংসপেশিতে চোট পান তাসকিন। পরের দিন তীব্র ব্যথা অনুভব হওয়ায় শেষ ম্যাচটি আর খেলা হয়নি তাঁর। যুক্তরাষ্ট্রে দল ঘোষণার আগে তাসকিনের এই চোট নিয়ে গভীর চিন্তায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশের এই পেসারের যখন বিশ্বকাপে দলের পেস আক্রমণকে নেতৃত্ব দেওয়ার ভার, তখন তাঁকে নিয়েই বেশি দুশ্চিন্তা।
এরই মধ্যে দল ঘোষণার সময় জানিয়েছে বিসিবি। কাল বেলা সাড়ে ১২টায় বিশ্বকাপের দল দেবেন নির্বাচকেরা। সেই দলে তাসকিনকে রেখেই এগোনোর চিন্তা। তবে সূত্র জানিয়েছে, ২১, ২৩ ও ২৫ মে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আইসিসির কোনো প্রস্তুতি ম্যাচেও তাঁর খেলা কঠিন।
চোট থেকে সেরে উঠতে তাসকিন সময় পাচ্ছেন ২০ দিনেরও বেশি সময়। দুই সপ্তাহের বিশ্রামে যদি তিনি সেরে ওঠেন ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের ম্যাচ দিয়েও তাঁর মাঠে ফেরার সম্ভাবনা আছে। আর যুক্তরাষ্ট্রে গেলে সেখানকার চিকিৎসা নেওয়ার সুযোগ তো থাকছেই। সব মিলিয়ে তাসকিনকে এখনই বিশ্বকাপ খেলোয়াড় তালিকার বাইরে রাখতে চায় না বিসিবি। শেষ পর্যন্ত তাঁকে যদি নাও পাওয়া যায়, ২৫ মে পর্যন্ত চোটজনিত বদলি নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের। তবে এখনই তাসকিনের বিকল্পও ভাবতে হচ্ছে, সে হিসেবে বেশি উচ্চারিত হচ্ছে হাসান মাহমুদের নাম।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে