Ajker Patrika

পাকিস্তানের হেসেখেলে জয়ের ম্যাচের কিছু মুহূর্ত 

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১১: ১১
পাকিস্তানের হেসেখেলে জয়ের ম্যাচের কিছু মুহূর্ত 

পাকিস্তান, নেদারল্যান্ডস-হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ দুই দলের কাছে ম্যাচের উপলক্ষ্য ছিল দুই রকম। ১২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ডাচরা। অন্যদিকে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের মাঠে এই প্রথম খেলতে এসেছে পাকিস্তান। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে হেসেখেলে জিতেছে পাকিস্তান। চলুন তাহলে দেখে নেওয়া যাক পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচের কিছু মুহূর্ত। 

 ৭ বছর পর ভারতে খেলতে গেছে পাকিস্তান ক্রিকেট দল। হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গ্যালারি থেকে দারুণ সমর্থন পেয়েছে বাবর আজমের দল। ছবি: এএফপি

 ১২ বছর পর বিশ্বকাপ খেলছে নেদারল্যান্ডস। জাতীয় সঙ্গীতের সময় ডাচ ক্রিকেট দল। ছবি: এএফপি 

 প্রথম ১০ ওভারের মধ্যেই ভেঙে যায় পাকিস্তানের টপ অর্ডার। ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম-তিনজনের কেউই করতে পারেননি ২০ রান। ইমামের উইকেট নেওয়ার পর নেদারল্যান্ডস দলের উল্লাস। ৯.১ ওভারে পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৩৮ রান। ছবি: এএফপি
 দ্রুত ৩ উইকেট হারানোর পর পাকিস্তান ঘুরে দাড়ায় সৌদ শাকিল (বায়ে) ও মোহাম্মদ রিজওয়ানের (ডানে) ব্যাটিংয়ে। চতুর্থ উইকেটে ১১৪ বলে ১২০ রানের জুটি গড়েন শাকিল-রিজওয়ান। দুজনেই করেছেন সমান ৬৮ রান। অন্যদিকে বোলিং করতে গিয়ে পিছলে পড়েছেন নেদারল্যান্ডস পেসার পল ফন মিকেরেন। ছবি: এএফপি 
 ৫২ রানের ইনিংস খেলার পথে নেদারল্যান্ডস ওপেনার বিক্রমজিৎ সিং। উইকেটের পেছনে হা করে তাকিয়ে দেখছেন মোহাম্মদ রিজওয়ান। ছবি: এএফপি 
 নেদারল্যান্ডসের একের পর এক উইকেট যাওয়ার মাঝে একপ্রান্তে আগলে খেলতে থাকেন বাস ডি লিড। ৬৭ রান করা ডি লিড বোল্ড হওয়ার পরই ম্যাচ অনেকটা পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে যায়। ছবি: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে ‘শালীন’ পোশাক-হিজাব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত