Ajker Patrika

ইংল্যান্ডের বিপক্ষেই মানকাডিং করতে বললেন পেরি

ইংল্যান্ডের বিপক্ষেই মানকাডিং করতে বললেন পেরি

দীপ্তি শর্মার ‘মানকাডিং’ নিয়ে আলোচনা যেন থামতেই চাচ্ছে না। পক্ষে-বিপক্ষে চলছে তুমুল আলোচনা। এবার এলিসি পেরি এই মানকাডিং নিয়ে মজার ছলে নতুন বিতর্ক উসকে করেছেন। তাঁর মতে, ইংল্যান্ডের বিপক্ষেই মানকাডিং করা উচিত।

‘দ্য গ্রেড ক্রিকেটার' পডকাস্টে মানকাডিং নিয়ে কথা বলেছেন পেরি। অস্ট্রেলিয়ার নারী দলের তারকা অলরাউন্ডার বলেছেন, ‘মূলকথা হচ্ছে এটা (মানকাডিং) ভালো কিছু নয়। এটা কখনোই করা ঠিক না। কিন্তু এভাবে কাউকে আউট করতে চাইলে ইংল্যান্ডের বিপক্ষেই করা উচিত।'

কদিন আগে সংবাদমাধ্যমের সামনে আত্মপক্ষ সমর্থন করেছিলেন দীপ্তিও। ২৫ বছর বয়সী ভারতীয় অলরাউন্ডার বলেছেন, ‘মানকাডিংয়ের পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল। কারণ, সে (চার্লি ডিন) বারবার ক্রিজ ছেড়ে বের হচ্ছিল। আমরা তাকে সতর্কও করেছিলাম। আম্পায়ারকেও জানিয়েছিলাম। (তাতেও সতর্ক না হওয়ায়) আমাদের আর কিছু করার ছিল না। সব নিয়মকানুন মেনেই মানকাডিং করেছি।’

লর্ডসে গত শনিবার ইংল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডেতে এক সময় জয়ের সম্ভাবনা ছিল ইংলিশদের। তবে ডিনকে মানকাডিং করে ইংলিশদের প্রথমবার ধবলধোলাইয়ের তিক্ত স্বাদ দেয় ভারতীয় মেয়েরা। বিদায়ী ম্যাচটা জয়ে রাঙান ঝুলন গোস্বামী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে—অডিও ফাঁস

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত