Ajker Patrika

দ্বিতীয় টেস্ট থেকে বাদ তাসকিন

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৪: ০১
তাসকিন আহমেদ। ছবি: এএফপি
তাসকিন আহমেদ। ছবি: এএফপি

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দলে থাকলেও একাদশে সুযোগ পাননি তাসকিন আহমেদ। এবার দল থেকেই বাদ পড়লেন এই পেসার।

তাসকিনকে বাদ দিয়ে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। দলীয় সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিনকে।

আজ মিরপুর টেস্টে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। চতুর্থ দিনে ৮৮ মিনিটের মধ্যে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রোটিয়াদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে হলে চট্টগ্রামে জিততেই হবে নাজমুল হোসেন শান্তদের।

চট্টগ্রাম টেস্ট দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ, খালেদ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত