ক্রীড়া ডেস্ক
বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের ভেন্যু পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। আগের সূচি অনুযায়ীই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে। আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
এতে করে হাম্বানটোটায় ম্যাচ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কলম্বোর ম্যাচগুলো হাম্বানটোটায় হওয়ার গুঞ্জন উঠেছিল। কলম্বোয় বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণেই ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। দেশটির রাজধানীতে গত কয়েক দিনে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৈরী পরিস্থিতি কিছুটা কমায় কলম্বোয় ম্যাচগুলো হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে বৃষ্টির শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। ভবিষ্যতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঠিকঠাক মতো কলম্বোতে ৫ ম্যাচ হবে কিনা সেই শঙ্কা থেকেই যাচ্ছে। অবশ্য এখনো কোনো ম্যাচ হয়নি কলম্বোয়। ভেন্যু নিয়ে এসিসির সিদ্ধান্ত অখুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। মূল আয়োজক হলেও পিসিবি মনে করছে, টুর্নামেন্টের সূচির বিষয়ে এককভাবেই সিদ্ধান্ত নিচ্ছে এসিসি।
হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনার মধ্যে ছিল বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। কলম্বোতে আগের মতো বৃষ্টি না হওয়ায় তিনি বলেছেন, ‘অনেক সমর্থক ম্যাচ দেখার জন্য কলম্বোতে ব্যবস্থা করে ফেলেছেন। তা ছাড়া গত কয়েক দিনে আগের মতো বেশি বৃষ্টিও হয়নি কলম্বোতে।’
পাকিস্তানে যেতে ভারত রাজি না হওয়ায় এবারের এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ফাইনালসহ ৯ ম্যাচই আয়োজন করছে সহ আয়োজক শ্রীলঙ্কা। বাকি চার ম্যাচ হচ্ছে পাকিস্তানে। কিন্তু বেরসিক বৃষ্টিতে ক্যান্ডিতে হওয়া ভারত–পাকিস্তানের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভেন্যু পরিবর্তনের দাবি উঠে। দাবিটা জোরালো হয় গতকাল নেপালের বিপক্ষে ভারতের ম্যাচ দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে নেমে আসলে। এর আগে বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। যদিও সেদিন কোনো ওভার কাটা পড়েনি।
বৃষ্টির কারণে এশিয়া কাপের সুপার ফোরের ভেন্যু পরিবর্তনের কথা শোনা যাচ্ছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। আগের সূচি অনুযায়ীই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে। আজ এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
এতে করে হাম্বানটোটায় ম্যাচ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। কলম্বোর ম্যাচগুলো হাম্বানটোটায় হওয়ার গুঞ্জন উঠেছিল। কলম্বোয় বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণেই ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। দেশটির রাজধানীতে গত কয়েক দিনে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৈরী পরিস্থিতি কিছুটা কমায় কলম্বোয় ম্যাচগুলো হওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে বৃষ্টির শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি। ভবিষ্যতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঠিকঠাক মতো কলম্বোতে ৫ ম্যাচ হবে কিনা সেই শঙ্কা থেকেই যাচ্ছে। অবশ্য এখনো কোনো ম্যাচ হয়নি কলম্বোয়। ভেন্যু নিয়ে এসিসির সিদ্ধান্ত অখুশি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। হাইব্রিড মডেলের এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। মূল আয়োজক হলেও পিসিবি মনে করছে, টুর্নামেন্টের সূচির বিষয়ে এককভাবেই সিদ্ধান্ত নিচ্ছে এসিসি।
হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনার মধ্যে ছিল বলে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। কলম্বোতে আগের মতো বৃষ্টি না হওয়ায় তিনি বলেছেন, ‘অনেক সমর্থক ম্যাচ দেখার জন্য কলম্বোতে ব্যবস্থা করে ফেলেছেন। তা ছাড়া গত কয়েক দিনে আগের মতো বেশি বৃষ্টিও হয়নি কলম্বোতে।’
পাকিস্তানে যেতে ভারত রাজি না হওয়ায় এবারের এশিয়া কাপের ১৩ ম্যাচের মধ্যে ফাইনালসহ ৯ ম্যাচই আয়োজন করছে সহ আয়োজক শ্রীলঙ্কা। বাকি চার ম্যাচ হচ্ছে পাকিস্তানে। কিন্তু বেরসিক বৃষ্টিতে ক্যান্ডিতে হওয়া ভারত–পাকিস্তানের ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ভেন্যু পরিবর্তনের দাবি উঠে। দাবিটা জোরালো হয় গতকাল নেপালের বিপক্ষে ভারতের ম্যাচ দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে নেমে আসলে। এর আগে বাংলাদেশ–শ্রীলঙ্কার ম্যাচেও বৃষ্টি হানা দিয়েছিল। যদিও সেদিন কোনো ওভার কাটা পড়েনি।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১১ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১১ ঘণ্টা আগে