ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও ম্যাচ সংখ্যা কমেছে। সিরিজটি তিন ম্যাচের হবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ম্যাচ হবে একই স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি ঘোষণা করেছে। ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ৩০ মে ও ১ জুন হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়াতে ম্যাচ সংখ্যা কমেছে। সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমায় পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে বাংলাদেশ-আমিরাত তৃতীয় টি-টোয়েন্টি। সূত্রে জানা গেছে, আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি
প্রথম টি-টোয়েন্টি ২৮ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে
তৃতীয় টি-টোয়েন্টি ১ জুন
*সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা থাকলেও ম্যাচ সংখ্যা কমেছে। সিরিজটি তিন ম্যাচের হবে বলে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ম্যাচ হবে একই স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ আনুষ্ঠানিক এক বিবৃতিতে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের নতুন সূচি ঘোষণা করেছে। ২৮ মে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই মাঠে ৩০ মে ও ১ জুন হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাওয়াতে ম্যাচ সংখ্যা কমেছে। সূত্রে জানা গেছে, দুই ম্যাচ কমিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে ঈদের আগেই বাড়ি ফিরতে বোর্ডের কাছে ক্রিকেটাররা নাকি অনুরোধ করেছেন। কারণ, চাঁদ দেখার ওপর নির্ভর করে বাংলাদেশে ঈদুল আজহা হতে পারে ৬ অথবা ৭ জুন। ম্যাচ কমায় পাকিস্তান থেকে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবেন জাকের আলী অনিক-তাওহীদ হৃদয়রা।
লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এখন অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাতে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফল এখন ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে বাংলাদেশ-আমিরাত তৃতীয় টি-টোয়েন্টি। সূত্রে জানা গেছে, আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন লিটন-জাকেররা। আর বাংলাদেশ-আরব আমিরাত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ বর্তমানে ১-১ সমতায়। শারজায় আগামীকাল হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। ভ্রমণঝক্কি কমাতেই মূলত একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবি দিয়েছিল আমিরাত ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। সেই প্রস্তাবে ইসিবি সাড়াও দিয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের নতুন সূচি
প্রথম টি-টোয়েন্টি ২৮ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি ৩০ মে
তৃতীয় টি-টোয়েন্টি ১ জুন
*সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
৯ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১০ ঘণ্টা আগে