Ajker Patrika

আইপিএল ফাইনালেই কি কোহলিকে ছাড়িয়ে যাবেন গিল

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

২০২৩ সালে রীতিমতো রাজত্ব করছেন শুভমান গিল। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল-সব খানেই রেকর্ডের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। গিলের সামনে আজ সুযোগ রয়েছে বিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ার। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে খেলবে গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংস। 

২০২২ আইপিএলেই প্রথমবার খেলতে আসে গুজরাট টাইটান্স। এই নতুন ফ্র্যাঞ্চাইজির হয়ে গত মৌসুম থেকে খেলেন গিল। আইপিএলের গত মৌসুমের চেয়ে এবারের আইপিএলে আরও দুর্দান্ত খেলেন তিনি। চেন্নাইয়ের বিপক্ষে ৩৬ বলে ৬৩ রানের ঝোড়ো ইনিংস দিয়ে ২০২৩ আইপিএল শুরু করেন গুজরাটের এই ওপেনার। ‘মর্নিং শোজ দ্য ডে’ এই প্রবাদের সার্থকতাই যেন প্রমাণ করছেন গিল। ১৬ ম্যাচে ৬০.৭৯ গড় ও ১৫৬.৪৩ স্ট্রাইক রেটে করেছেন ৮৫১ রান। করেছেন ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটি। টুর্নামেন্টের শেষের দিকে এসে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছেন। মাঠে নামলেই সেঞ্চুরি করাকে ডালভাত বানিয়ে ফেলেছেন। তিন সেঞ্চুরির তিনটিই করেছেন নিজের সর্বশেষ চার ম্যাচে। আইপিএলে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করা চতুর্থ ক্রিকেটার হয়ে গেছেন তিনি। 

২০১৬ আইপিএলে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফোগিলের এই ইনিংস যেন ‘কোহলি-ভক্তদের’ মনে করিয়ে দিচ্ছে ২০১৬ আইপিএলকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে সাত বছর আগের আইপিএলে কোহলি ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক রেটে ৪ সেঞ্চুরিতে করেন ৯৭৩ রান। যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। আইপিএলে এক মৌসুমে সেঞ্চুরি সংখ্যায় যৌথভাবে সর্বোচ্চ। আজ সেঞ্চুরি করলে এক মৌসুমে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে কোহলির পাশে বসবেন গিল। আর ১২৩ রান করলে এক মৌসুমে সর্বোচ্চ রান সংখ্যায় এককভাবে শীর্ষে উঠে যাবেন গুজরাটের এই ওপেনার। 

কোহলির মতো ২০২২ আইপিএলে ৪টি সেঞ্চুরি করেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের জার্সিতে সেবার বাটলার করেন ৮৬৩ রান। আইপিএলে এক মৌসুমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইংলিশ এই ব্যাটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত