Ajker Patrika

এবার ওয়ানডে সিরিজের জন্য মুখিয়ে শান্ত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২২: ৩০
এবার ওয়ানডে সিরিজের জন্য মুখিয়ে শান্ত 

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আরও একটা সুযোগ এসেছিল। তবে নুয়ান তুশারার তোপ দাগানো বোলিংয়ে উল্টো ২-১ ব্যবধানে সিরিজ খুইয়েছে বাংলাদেশ দল। আজ সিলেটে সিরিজ নির্ধারণী ম্যাচেও বাংলাদেশের বোলিংয়ের দৃশ্যপট অনেকটা আগের দুই ম্যাচের মতো। 

বোলিংয়ে শুরুটা ততটা ভালো না হলেও শেষ দিকে প্রত্যাবর্তন ছিল শেষ টি-টোয়েন্টি ম্যাচেও। তবু কুশল মেন্ডিসের ৫৫ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংসের সৌজন্যে ১৭৪ রানের লড়াকু সংগ্রহ পায় শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি সংস্করণে মেন্ডিসের প্রিয় প্রতিপক্ষ হয়ে উঠেছে বাংলাদেশ। এ পর্যন্ত তাদের বিপক্ষে ৮ ম্যাচ খেলে ৬ টিতে ফিফটি তুলে নিয়েছেন মেন্ডিস। 

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৯.৪ ওভারে ১৪৬ রানে। ম্যাচ শেষে তুশারাকে প্রশংসায় ভাসান বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বললেন, ‘যেভাবে শুরু হয়েছিল, তারা দুর্দান্ত ব্যাটিং করেছে। কিন্তু বিশেষ করে শেষ ৪-৫ ওভারে আমরা শক্তভাবে কামব্যাক করেছিলাম। কিন্তু নুয়ান তুশারা যেভাবে বোলিং করেছে তাকে কৃতিত্ব দিতে হবে, আমি মনে করি সে দুর্দান্তভাবে বোলিং করেছে।’ 

শান্তর মতে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ২৮ রানে দলে হারলেও লেজের তিন ব্যাটার রিশাদ হোসেন (৫৩), শেখ মেহেদী হাসান (১৯) ও তাসকিন আহমেদের (৩১) ব্যাটিংয়ে মুগ্ধ হয়েছেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমরা প্রথম ছয় ওভার কেমন খেলি, সেটার ওপর নির্ভর করে সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে চেয়েছিলাম। আপনি যদি তিনটি ম্যাচের দিকে তাকান, আমরা কিছু ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদী যেভাবে ব্যাটিং করেছে, তাদের জন্য সত্যিই খুশি।’ 

কিন্তু হেরে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকে ইতিবাচক কী নিয়ে ওয়ানডে সিরিজে খেলবে বাংলাদেশ দল? শান্ত বলেছেন, ‘আমরা এই (টি-টোয়েন্টি) সিরিজ থেকে অনেক আত্মবিশ্বাস নিতে পারি, কিন্তু এটা (ওয়ানডে) ভিন্ন সংস্করণ এবং আমরা এটির জন্য মুখিয়ে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত