Ajker Patrika

জয়টাই শুধু বাকি বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩: ০১
জয়টাই শুধু বাকি বাংলাদেশের

জমে গেছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ। নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে লড়াই জমিয়ে তুলেছেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। ১৩১ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। এই প্রতিবেদন লেখার সময় দ্রুত ৪ উইকেট নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছে বাংলাদেশ। 

এই সুযোগ করে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও শরীফুল ইসলাম। মিরাজ বোল্ড করে ফিরিয়েছেন নাজিবুল্লাহ জাদরানকে। শরীফুল ফিরিয়েছেন হাশমতউল্লাহকে। আফগানদের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান। ফিফটি পূর্ণ করে ৫১ রানে আউট হয়েছেন হাশমতউল্লাহ। তাঁর ৬০ বলের ইনিংসে ছয়টি চারের মার রয়েছে। হাশমতউল্লাহকে সঙ্গ দেওয়া নাজিবউল্লাহ আউট হয়েছেন ১৬ রানে। এই দুটি উইকেট তুলে নিয়ে তর তর বেড়ে ওঠা চাপ কিছুটা নামিয়েছে বাংলাদেশ। 

উইকেটে এসেছেন মোহাম্মদ নবী ও গুলবাদিন নাইব। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের উইকেট ব্যাটারদের পক্ষে হাত বাড়িয়ে দিয়েছে বন্ধুর মতো। চাপ সামলে বাংলাদেশ বোলাররা অবশ্য সময়মতো উইকেট তুলে নিতে পেরেছেন। এর আগে ইব্রাহিম জাদরান আর হাশমতউল্লাহর ৫২ রানের বিপজ্জনক হতে থাকা জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। 

মুশফিকুর রহিমের দুর্দান্ত এক ক্যাচের শিকার হন ইব্রাহিম। ৭৪ বলে ৭৫ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন এই ওপেনার। তাঁর ইনিংসে ১০টি চার ও একটি ছক্কার মার রয়েছে। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত