ক্রীড়া ডেস্ক
ব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে জস ইংলিসের ক্যাচ ধরে কোহলি ভাগ বসান পন্টিংয়ের রেকর্ডে। ২৭তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে আলতো ড্রাইভ করে ইংলিস ক্যাচ তুলে দেন কাভারে দাঁড়িয়ে থাকা কোহলির হাতে। এর পরের ক্যাচটি ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। নাথান এলিসের উড়িয়ে মারা বল লং অনে ধরে ওয়ানডেতে ১৬১তম ক্যাচ ধরলেন কোহলি।
২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তিকে টপকাতে কোহলির এখনো ধরতে হবে ৫৮ ক্যাচ। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো তিনি ধরেছেন ৭ ক্যাচ। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ধরেছেন দুটি করে ক্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু দুবাইয়ে ধরেছেন ১ ক্যাচ।
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করেছে। কোহলি ব্যাটিং করছেন ৬৬ রানে। তাতে ৩০১ ওয়ানডেতে তাঁর রান হলো ১৪১৬২। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে এই ভারতীয় ব্যাটার। চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রান ১৩৭০৪। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির রেকর্ড আগেই গড়েছেন কোহলি। এই তালিকায় চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রয়েছে ৩০ সেঞ্চুরি।
নাম | দল | ক্যাচ |
---|---|---|
মাহেলা জয়বর্ধনে | শ্রীলঙ্কা/এশিয়া | ২১৮ |
বিরাট কোহলি | ভারত | ১৬১ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া/আইসিসি | ১৬০ |
মোহাম্মদ আজহারউদ্দিন | ভারত | ১৫৬ |
রস টেলর | নিউজিল্যান্ড | ১৪২ |
ব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে জস ইংলিসের ক্যাচ ধরে কোহলি ভাগ বসান পন্টিংয়ের রেকর্ডে। ২৭তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে আলতো ড্রাইভ করে ইংলিস ক্যাচ তুলে দেন কাভারে দাঁড়িয়ে থাকা কোহলির হাতে। এর পরের ক্যাচটি ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। নাথান এলিসের উড়িয়ে মারা বল লং অনে ধরে ওয়ানডেতে ১৬১তম ক্যাচ ধরলেন কোহলি।
২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তিকে টপকাতে কোহলির এখনো ধরতে হবে ৫৮ ক্যাচ। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো তিনি ধরেছেন ৭ ক্যাচ। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ধরেছেন দুটি করে ক্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু দুবাইয়ে ধরেছেন ১ ক্যাচ।
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করেছে। কোহলি ব্যাটিং করছেন ৬৬ রানে। তাতে ৩০১ ওয়ানডেতে তাঁর রান হলো ১৪১৬২। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে এই ভারতীয় ব্যাটার। চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রান ১৩৭০৪। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির রেকর্ড আগেই গড়েছেন কোহলি। এই তালিকায় চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রয়েছে ৩০ সেঞ্চুরি।
নাম | দল | ক্যাচ |
---|---|---|
মাহেলা জয়বর্ধনে | শ্রীলঙ্কা/এশিয়া | ২১৮ |
বিরাট কোহলি | ভারত | ১৬১ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া/আইসিসি | ১৬০ |
মোহাম্মদ আজহারউদ্দিন | ভারত | ১৫৬ |
রস টেলর | নিউজিল্যান্ড | ১৪২ |
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে