Ajker Patrika

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২১: ৩১
ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ ক্যাচ ধরেছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো
ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ১৬১ ক্যাচ ধরেছেন বিরাট কোহলি। ছবি: ক্রিকইনফো

ব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।

দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে জস ইংলিসের ক্যাচ ধরে কোহলি ভাগ বসান পন্টিংয়ের রেকর্ডে। ২৭তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে আলতো ড্রাইভ করে ইংলিস ক্যাচ তুলে দেন কাভারে দাঁড়িয়ে থাকা কোহলির হাতে। এর পরের ক্যাচটি ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। নাথান এলিসের উড়িয়ে মারা বল লং অনে ধরে ওয়ানডেতে ১৬১তম ক্যাচ ধরলেন কোহলি।

২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তিকে টপকাতে কোহলির এখনো ধরতে হবে ৫৮ ক্যাচ। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো তিনি ধরেছেন ৭ ক্যাচ। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ধরেছেন দুটি করে ক্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু দুবাইয়ে ধরেছেন ১ ক্যাচ।

দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করেছে। কোহলি ব্যাটিং করছেন ৬৬ রানে। তাতে ৩০১ ওয়ানডেতে তাঁর রান হলো ১৪১৬২। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে এই ভারতীয় ব্যাটার। চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রান ১৩৭০৪। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির রেকর্ড আগেই গড়েছেন কোহলি। এই তালিকায় চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রয়েছে ৩০ সেঞ্চুরি।

ওয়ানডেতে ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচ
নামদল ক্যাচ
মাহেলা জয়বর্ধনেশ্রীলঙ্কা/এশিয়া২১৮
বিরাট কোহলিভারত১৬১
রিকি পন্টিংঅস্ট্রেলিয়া/আইসিসি১৬০
মোহাম্মদ আজহারউদ্দিনভারত১৫৬
রস টেলরনিউজিল্যান্ড১৪২
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত