ক্রীড়া ডেস্ক
ব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে জস ইংলিসের ক্যাচ ধরে কোহলি ভাগ বসান পন্টিংয়ের রেকর্ডে। ২৭তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে আলতো ড্রাইভ করে ইংলিস ক্যাচ তুলে দেন কাভারে দাঁড়িয়ে থাকা কোহলির হাতে। এর পরের ক্যাচটি ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। নাথান এলিসের উড়িয়ে মারা বল লং অনে ধরে ওয়ানডেতে ১৬১তম ক্যাচ ধরলেন কোহলি।
২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তিকে টপকাতে কোহলির এখনো ধরতে হবে ৫৮ ক্যাচ। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো তিনি ধরেছেন ৭ ক্যাচ। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ধরেছেন দুটি করে ক্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু দুবাইয়ে ধরেছেন ১ ক্যাচ।
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করেছে। কোহলি ব্যাটিং করছেন ৬৬ রানে। তাতে ৩০১ ওয়ানডেতে তাঁর রান হলো ১৪১৬২। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে এই ভারতীয় ব্যাটার। চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রান ১৩৭০৪। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির রেকর্ড আগেই গড়েছেন কোহলি। এই তালিকায় চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রয়েছে ৩০ সেঞ্চুরি।
নাম | দল | ক্যাচ |
---|---|---|
মাহেলা জয়বর্ধনে | শ্রীলঙ্কা/এশিয়া | ২১৮ |
বিরাট কোহলি | ভারত | ১৬১ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া/আইসিসি | ১৬০ |
মোহাম্মদ আজহারউদ্দিন | ভারত | ১৫৬ |
রস টেলর | নিউজিল্যান্ড | ১৪২ |
ব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে আজ খেলছে ভারত-অস্ট্রেলিয়া। এই ম্যাচে প্রথমে জস ইংলিসের ক্যাচ ধরে কোহলি ভাগ বসান পন্টিংয়ের রেকর্ডে। ২৭তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে আলতো ড্রাইভ করে ইংলিস ক্যাচ তুলে দেন কাভারে দাঁড়িয়ে থাকা কোহলির হাতে। এর পরের ক্যাচটি ধরেই ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের তালিকায় পন্টিংকে টপকে কোহলি উঠে আসেন দুইয়ে। নাথান এলিসের উড়িয়ে মারা বল লং অনে ধরে ওয়ানডেতে ১৬১তম ক্যাচ ধরলেন কোহলি।
২১৮ ক্যাচ ধরে ওয়ানডেতে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড এখনো ধরে রেখেছেন মাহেলা জয়বর্ধনে। শ্রীলঙ্কার কিংবদন্তিকে টপকাতে কোহলির এখনো ধরতে হবে ৫৮ ক্যাচ। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এখনো তিনি ধরেছেন ৭ ক্যাচ। বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে ধরেছেন দুটি করে ক্যাচ। নিউজিল্যান্ডের বিপক্ষে পরশু দুবাইয়ে ধরেছেন ১ ক্যাচ।
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে অস্ট্রেলিয়া ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ রান করেছে। কোহলি ব্যাটিং করছেন ৬৬ রানে। তাতে ৩০১ ওয়ানডেতে তাঁর রান হলো ১৪১৬২। ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় তিনে এই ভারতীয় ব্যাটার। চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রান ১৩৭০৪। এছাড়া ওয়ানডেতে সর্বোচ্চ ৫১ সেঞ্চুরির রেকর্ড আগেই গড়েছেন কোহলি। এই তালিকায় চারে থাকা পন্টিংয়ের ওয়ানডেতে রয়েছে ৩০ সেঞ্চুরি।
নাম | দল | ক্যাচ |
---|---|---|
মাহেলা জয়বর্ধনে | শ্রীলঙ্কা/এশিয়া | ২১৮ |
বিরাট কোহলি | ভারত | ১৬১ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া/আইসিসি | ১৬০ |
মোহাম্মদ আজহারউদ্দিন | ভারত | ১৫৬ |
রস টেলর | নিউজিল্যান্ড | ১৪২ |
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৩ ঘণ্টা আগেফর্ম যেমনই হোক, রোহিত শর্মার অধিনায়কত্বে ভারত রীতিমতো উড়ছে। এশিয়ার দলটি জিতেছে টানা ৬ ওয়ানডে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। এমন পরিস্থিতিতে তাঁকে মোটা বলে বিদ্রুপ করেছেন কংগ্রেসের এক নেতা। তাঁর এই কথার প্রতিবাদ জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪ ঘণ্টা আগে