Ajker Patrika

আয়ারল্যান্ডের সঙ্গে ছয় বছর পর দেখা হচ্ছে পাকিস্তানের 

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৪: ০৭
আয়ারল্যান্ডের সঙ্গে ছয় বছর পর দেখা হচ্ছে পাকিস্তানের 

আয়ারল্যান্ড তাদের ইতিহাসের প্রথম টেস্ট খেলেছে ২০১৮ সালের মে মাসে। অভিষেক টেস্ট আইরিশরা খেলেছে পাকিস্তানের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান-আয়ারল্যান্ডের সবশেষ ম্যাচও এটাই। ছয় বছর পর দুই দল মুখোমুখি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। 

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এ বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান দল। ১০,১২ ও ১৪ মে হবে তিনটি টি-টোয়েন্টি। তিনটি ম্যাচই হবে ডাবলিনের ক্যাসল অ্যাভিনিউতে। সব ম্যাচ ডাবলিনের স্থানীয় সময় বিকেল ৩টায় হবে বলে ক্রিকেট পাকিস্তান গত রাতে তাদের ওয়েবসাইটে জানিয়েছে। যদিও আজ ক্রিকইনফোর প্রকাশিত প্রতিবেদনে সময়ের উল্লেখ করা ছিল না। এর আগে ২০২০ সালের জুলাইয়ে ডাবলিনে পাকিস্তান-আয়ারল্যান্ড দুই টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে সেই সিরিজ বাতিল করা হয়। 

১ জুন ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত এক সূচি রয়েছে পাকিস্তান দলের। পাকিস্তান সফরে আসবে নিউজিল্যান্ড। ১৮ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের পরই উড়াল দিতে হবে আয়ারল্যান্ডে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ২২ মে শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ। 

মে মাসেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের। তবে গত বছরের নভেম্বরে সেই সিরিজ অনির্দিষ্টকালের জন্য বাতিল হয়ে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে। কেএনসিবি হাইপারফরম্যান্সের ম্যানেজার রোল্যান্ড লেফেবভ্রে সে সময় ক্রিকইনফোকে জানিয়েছিলেন যে সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়া এবং ক্রিকেটারদের ওয়ার্কলোডের কথা ভেবেই পিসিবি সিরিজ বাতিল করেছে। পিসিবি তখনই জানিয়েছিল যে সিরিজটি খেলতে তারা নতুন সময় খুঁজে বের করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত