ঢাকা: বৃষ্টির শঙ্কা নিয়েই আজ মিরপুরে শুরু হয়েছিল দ্বিতীয় ওয়ানডে। সেই বৃষ্টিতেই বাংলাদেশ ইনিংস থেমেছে দুইবার। একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও টিকে আছেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডের মতো আজও দলকে টেনে নিচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অপরাজিত আছেন ৯৬ রানে, মুশফিকের অপেক্ষায় রেখেছে বৃষ্টি। খেলা থামার আগে বাংলাদেশের স্কোর ৪৩.৩ ওভারে ৭ উইকেট ২১৩।
আজ দ্রুতই ফিরে গেছেন তামিম ইকবাল (১৩)। যদিও ইঙ্গিত দিয়েছিলেন দারুণ কিছুরই। তামিম যেন ইনিংসের শুরুতে ধীরলয়ে খেলার ভাবনা থেকে সরে এসেছিলেন। স্ট্রোক প্লের ঝলকানি দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। ইসুরু উদানার প্রথম বলে কাভার পয়েন্ট দিয়ে দুর্দান্ত চার দিয়ে শুরু। ৬ বলে তিনটা বাউন্ডারি মেরেছিলেন এই বাঁহাতি ওপেনার।
কিন্তু ইনিংসটা খুব বেশি এগিয়ে নিতে পারেননি তামিম। পয়েন্টে আশেন বারান্দার ক্যাচ মিসে আউট হতে হতে বেঁচে যান। দুশমন্থ চামিরা আর সে সুযোগ দেননি। চামিরার এলবিডব্লিউর আবেদন আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানে তামিম ফেরেন ১৩ রানে। একই ওভারে তামিমের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসানও (০)।
দুই বছর দলে ফেরাটা সুখকর হয়নি মোসাদ্দেক হোসেনের। লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপার পেরেরার হাতে ক্যাচ দিয়ে দলের ওপর আরও চাপ বাড়িয়ে যান এই অলরাউন্ডার (১০)। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে সেই চাপেই পড়ে বাংলাদেশ।
প্রথম ওয়ানডের মতো আবারও ব্যাটিংয়ের হাল ধরেছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১০৮ বলের ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেও আজ মাহমুদউল্লাহ ফিরেছেন ৪১ রানে। লাক্সমান সান্দাকানের বলে প্যাডেল সুইপ করতে গিয়ে তিনি ধরা পড়েন উইকেটকিপার পেরেরার হাতে। এরপর আরেকটা বিপর্যয়। ৪ উইকেটে ১৬১ থেকে হুট করে ৭ উইকেটে ১৮৪—২৩ রানের মধ্যে ৩ উইকেট নেই।
এই বিপর্যয়টাও সামলানোর দায়িত্ব নেন মুশফিক। কঠিন পরিস্থিতি সামলেই তিনি এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। বৃষ্টি প্রথমবার থামানোর আগে অপরাজিত ছিলেন ৮৫ রানে। ১৫ মিনিট পর আবার ব্যাটিংয়ে নেমে ধুমধাম চালিয়ে ৫ বলে যোগ করেন আরও ১১ রান। বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা থেমে যাওয়ার আগে মুশফিক অপরাজিত ৯৬ রানে।
বৃষ্টির কাছে মুশফিকের চাওয়া এখন দুটি—সেঞ্চুরি আর দলের বড় স্কোর যেন এনে দিতে পারেন। বৃষ্টি কি শুনবে মুশির আরজি?
ঢাকা: বৃষ্টির শঙ্কা নিয়েই আজ মিরপুরে শুরু হয়েছিল দ্বিতীয় ওয়ানডে। সেই বৃষ্টিতেই বাংলাদেশ ইনিংস থেমেছে দুইবার। একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও টিকে আছেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডের মতো আজও দলকে টেনে নিচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অপরাজিত আছেন ৯৬ রানে, মুশফিকের অপেক্ষায় রেখেছে বৃষ্টি। খেলা থামার আগে বাংলাদেশের স্কোর ৪৩.৩ ওভারে ৭ উইকেট ২১৩।
আজ দ্রুতই ফিরে গেছেন তামিম ইকবাল (১৩)। যদিও ইঙ্গিত দিয়েছিলেন দারুণ কিছুরই। তামিম যেন ইনিংসের শুরুতে ধীরলয়ে খেলার ভাবনা থেকে সরে এসেছিলেন। স্ট্রোক প্লের ঝলকানি দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। ইসুরু উদানার প্রথম বলে কাভার পয়েন্ট দিয়ে দুর্দান্ত চার দিয়ে শুরু। ৬ বলে তিনটা বাউন্ডারি মেরেছিলেন এই বাঁহাতি ওপেনার।
কিন্তু ইনিংসটা খুব বেশি এগিয়ে নিতে পারেননি তামিম। পয়েন্টে আশেন বারান্দার ক্যাচ মিসে আউট হতে হতে বেঁচে যান। দুশমন্থ চামিরা আর সে সুযোগ দেননি। চামিরার এলবিডব্লিউর আবেদন আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানে তামিম ফেরেন ১৩ রানে। একই ওভারে তামিমের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসানও (০)।
দুই বছর দলে ফেরাটা সুখকর হয়নি মোসাদ্দেক হোসেনের। লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপার পেরেরার হাতে ক্যাচ দিয়ে দলের ওপর আরও চাপ বাড়িয়ে যান এই অলরাউন্ডার (১০)। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে সেই চাপেই পড়ে বাংলাদেশ।
প্রথম ওয়ানডের মতো আবারও ব্যাটিংয়ের হাল ধরেছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১০৮ বলের ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেও আজ মাহমুদউল্লাহ ফিরেছেন ৪১ রানে। লাক্সমান সান্দাকানের বলে প্যাডেল সুইপ করতে গিয়ে তিনি ধরা পড়েন উইকেটকিপার পেরেরার হাতে। এরপর আরেকটা বিপর্যয়। ৪ উইকেটে ১৬১ থেকে হুট করে ৭ উইকেটে ১৮৪—২৩ রানের মধ্যে ৩ উইকেট নেই।
এই বিপর্যয়টাও সামলানোর দায়িত্ব নেন মুশফিক। কঠিন পরিস্থিতি সামলেই তিনি এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। বৃষ্টি প্রথমবার থামানোর আগে অপরাজিত ছিলেন ৮৫ রানে। ১৫ মিনিট পর আবার ব্যাটিংয়ে নেমে ধুমধাম চালিয়ে ৫ বলে যোগ করেন আরও ১১ রান। বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা থেমে যাওয়ার আগে মুশফিক অপরাজিত ৯৬ রানে।
বৃষ্টির কাছে মুশফিকের চাওয়া এখন দুটি—সেঞ্চুরি আর দলের বড় স্কোর যেন এনে দিতে পারেন। বৃষ্টি কি শুনবে মুশির আরজি?
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—গতকাল অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচ দেখে এমন কিছু মনে পড়াই স্বাভাবিক। কারণ, লেস্টারের গ্রেস রোডে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ম্যাচে অস্ট্রেলিয়ার যা সর্বনাশ হওয়ার, সেটা শুরুতেই হয়ে গিয়েছে। এমন অবস্থায় অজি পেসার জন হ্যাস্টিংসের যেন মাথা খারাপ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেদলের পারফরম্যান্স যেমনই হোক, কোচকে সব সময় থাকতে হয় তটস্থ। দল ভালো করলে যেমন হাততালি পাওয়া যায়, তেমনি বাজে পারফরম্যান্সে সব দোষ যেন কোচের ঘাড়ের ওপর গিয়ে পড়ে। বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন তা-ই মনে করেন।
৩ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত জিম্বাবুয়ে ১৭ টেস্ট খেলেছে। যার মধ্যে কিউইরা জিতেছে ১১ ম্যাচ। বাকি ৬ টেস্ট ড্র হয়েছে। এবার জিম্বাবুয়ে নামছে ভিন্ন গল্প লেখার আশায়। বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন হয়েছেন গত বছরের নভেম্বরে। তিনি এই পদে আসার পর আট মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কত কিছুই তো ঘটেছে। ফারুক আহমেদের জায়গায় এ বছরের মে মাসে বিসিবির সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
৪ ঘণ্টা আগে