Ajker Patrika

বারবার বৃষ্টি থামাচ্ছে মুশফিককে

আপডেট : ২৫ মে ২০২১, ১৭: ১৩
বারবার বৃষ্টি থামাচ্ছে মুশফিককে

ঢাকা: বৃষ্টির শঙ্কা নিয়েই আজ মিরপুরে শুরু হয়েছিল দ্বিতীয় ওয়ানডে। সেই বৃষ্টিতেই বাংলাদেশ ইনিংস থেমেছে দুইবার। একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও টিকে আছেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডের মতো আজও দলকে টেনে নিচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অপরাজিত আছেন ৯৬ রানে, মুশফিকের অপেক্ষায় রেখেছে বৃষ্টি। খেলা থামার আগে বাংলাদেশের স্কোর ৪৩.৩ ওভারে ৭ উইকেট ২১৩।

আজ দ্রুতই ফিরে গেছেন তামিম ইকবাল (১৩)। যদিও ইঙ্গিত দিয়েছিলেন দারুণ কিছুরই। তামিম যেন ইনিংসের শুরুতে ধীরলয়ে খেলার ভাবনা থেকে সরে এসেছিলেন। স্ট্রোক প্লের ঝলকানি দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। ইসুরু উদানার প্রথম বলে কাভার পয়েন্ট দিয়ে দুর্দান্ত চার দিয়ে শুরু। ৬ বলে তিনটা বাউন্ডারি মেরেছিলেন এই বাঁহাতি ওপেনার।

কিন্তু ইনিংসটা খুব বেশি এগিয়ে নিতে পারেননি তামিম। পয়েন্টে আশেন বারান্দার ক্যাচ মিসে আউট হতে হতে বেঁচে যান। দুশমন্থ চামিরা আর সে সুযোগ দেননি। চামিরার এলবিডব্লিউর আবেদন আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানে তামিম ফেরেন ১৩ রানে। একই ওভারে তামিমের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসানও (০)।

দুই বছর দলে ফেরাটা সুখকর হয়নি মোসাদ্দেক হোসেনের। লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপার পেরেরার হাতে ক্যাচ দিয়ে দলের ওপর আরও চাপ বাড়িয়ে যান এই অলরাউন্ডার (১০)। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে সেই চাপেই পড়ে বাংলাদেশ।

প্রথম ওয়ানডের মতো আবারও ব্যাটিংয়ের হাল ধরেছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১০৮ বলের ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেও আজ মাহমুদউল্লাহ ফিরেছেন ৪১ রানে। লাক্সমান সান্দাকানের বলে প্যাডেল সুইপ করতে গিয়ে তিনি ধরা পড়েন উইকেটকিপার পেরেরার হাতে। এরপর আরেকটা বিপর্যয়। ৪ উইকেটে ১৬১ থেকে হুট করে ৭ উইকেটে ১৮৪—২৩ রানের মধ্যে ৩ উইকেট নেই।

এই বিপর্যয়টাও সামলানোর দায়িত্ব নেন মুশফিক। কঠিন পরিস্থিতি সামলেই তিনি এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। বৃষ্টি প্রথমবার থামানোর আগে অপরাজিত ছিলেন ৮৫ রানে। ১৫ মিনিট পর আবার ব্যাটিংয়ে নেমে ধুমধাম চালিয়ে ৫ বলে যোগ করেন আরও ১১ রান। বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা থেমে যাওয়ার আগে মুশফিক অপরাজিত ৯৬ রানে।

বৃষ্টির কাছে মুশফিকের চাওয়া এখন দুটি—সেঞ্চুরি আর দলের বড় স্কোর যেন এনে দিতে পারেন। বৃষ্টি কি শুনবে মুশির আরজি?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত