Ajker Patrika

‘হালাল মাংস’ বিতর্কে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৫১
‘হালাল মাংস’ বিতর্কে উত্তপ্ত ভারতীয় ক্রিকেট

কানপুরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সেই ম্যাচের আগে মাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টে খেলোয়াড়দের খাবারের তালিকায় শুধু ‘হালাল মাংস’ রাখার খবর প্রকাশ হওয়ার পরই শুরু হয় এই বিতর্ক। 

মুসলমানদের জন্য হারাম শূকরের মাংস এবং হিন্দুদের জন্য হারাম গরুর মাংসকে খাদ্যতালিকায় না রাখার এই সিদ্ধান্ত নিয়ে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়েছে ভারতের ক্রিকেট অঙ্গন। বিসিসিআইয়ের এমন কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। পরে অবশ্য এই খবর গুজব বলে উড়িয়ে দেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। 

এর আগে খাদ্যতালিকা পরিবর্তনের এই খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা বারুদের মতো ছড়িয়ে পড়ে। এমনকি এই বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েন রাজনীতিবিদেরাও। বিজেপির মুখপাত্র ও আইনজীবী গৌরব গয়াল এক টুইট বার্তায় বলেন, ‘ক্রিকেটাররা নিজেদের ইচ্ছেমতো খেতে পারবেন। হালাল মাংস খাওয়ার কথা বলার অধিকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে কে দিয়েছে? এটা সম্পূর্ণ বেআইনি। এমনটা হতে দেওয়া যাবে না।’ 

তবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিসিসিআইয়ের কর্তা অরুণ। তিনি বলেন, ‘বিসিসিআই কোনো খেলোয়াড় বা দলের সদস্যকে কী খাবে কিংবা কী খাবে না—এমন কোনো নির্দেশনা দেয়নি। এসব গুজব, ভিত্তিহীন। খাদ্যতালিকা নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তেমন কিছু হবে না। বোর্ড খাওয়া নিয়ে কোনো পরামর্শ দেবে না। তারা নিজেদের পছন্দ মতো খেতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত