ক্রীড়া ডেস্ক
কানপুরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সেই ম্যাচের আগে মাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টে খেলোয়াড়দের খাবারের তালিকায় শুধু ‘হালাল মাংস’ রাখার খবর প্রকাশ হওয়ার পরই শুরু হয় এই বিতর্ক।
মুসলমানদের জন্য হারাম শূকরের মাংস এবং হিন্দুদের জন্য হারাম গরুর মাংসকে খাদ্যতালিকায় না রাখার এই সিদ্ধান্ত নিয়ে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়েছে ভারতের ক্রিকেট অঙ্গন। বিসিসিআইয়ের এমন কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। পরে অবশ্য এই খবর গুজব বলে উড়িয়ে দেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।
এর আগে খাদ্যতালিকা পরিবর্তনের এই খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা বারুদের মতো ছড়িয়ে পড়ে। এমনকি এই বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েন রাজনীতিবিদেরাও। বিজেপির মুখপাত্র ও আইনজীবী গৌরব গয়াল এক টুইট বার্তায় বলেন, ‘ক্রিকেটাররা নিজেদের ইচ্ছেমতো খেতে পারবেন। হালাল মাংস খাওয়ার কথা বলার অধিকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে কে দিয়েছে? এটা সম্পূর্ণ বেআইনি। এমনটা হতে দেওয়া যাবে না।’
তবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিসিসিআইয়ের কর্তা অরুণ। তিনি বলেন, ‘বিসিসিআই কোনো খেলোয়াড় বা দলের সদস্যকে কী খাবে কিংবা কী খাবে না—এমন কোনো নির্দেশনা দেয়নি। এসব গুজব, ভিত্তিহীন। খাদ্যতালিকা নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তেমন কিছু হবে না। বোর্ড খাওয়া নিয়ে কোনো পরামর্শ দেবে না। তারা নিজেদের পছন্দ মতো খেতে পারবে।’
কানপুরে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। সেই ম্যাচের আগে মাংস খাওয়া নিয়ে বিতর্কে জড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথম টেস্টে খেলোয়াড়দের খাবারের তালিকায় শুধু ‘হালাল মাংস’ রাখার খবর প্রকাশ হওয়ার পরই শুরু হয় এই বিতর্ক।
মুসলমানদের জন্য হারাম শূকরের মাংস এবং হিন্দুদের জন্য হারাম গরুর মাংসকে খাদ্যতালিকায় না রাখার এই সিদ্ধান্ত নিয়ে মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়েছে ভারতের ক্রিকেট অঙ্গন। বিসিসিআইয়ের এমন কাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। পরে অবশ্য এই খবর গুজব বলে উড়িয়ে দেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।
এর আগে খাদ্যতালিকা পরিবর্তনের এই খবর সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা বারুদের মতো ছড়িয়ে পড়ে। এমনকি এই বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েন রাজনীতিবিদেরাও। বিজেপির মুখপাত্র ও আইনজীবী গৌরব গয়াল এক টুইট বার্তায় বলেন, ‘ক্রিকেটাররা নিজেদের ইচ্ছেমতো খেতে পারবেন। হালাল মাংস খাওয়ার কথা বলার অধিকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে কে দিয়েছে? এটা সম্পূর্ণ বেআইনি। এমনটা হতে দেওয়া যাবে না।’
তবে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বিসিসিআইয়ের কর্তা অরুণ। তিনি বলেন, ‘বিসিসিআই কোনো খেলোয়াড় বা দলের সদস্যকে কী খাবে কিংবা কী খাবে না—এমন কোনো নির্দেশনা দেয়নি। এসব গুজব, ভিত্তিহীন। খাদ্যতালিকা নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তেমন কিছু হবে না। বোর্ড খাওয়া নিয়ে কোনো পরামর্শ দেবে না। তারা নিজেদের পছন্দ মতো খেতে পারবে।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩৫ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে