Ajker Patrika

দক্ষিণ আফ্রিকাকে ১০৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

দক্ষিণ আফ্রিকাকে ১০৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ 

টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। তবে আজ সুপার সিক্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ। পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে স্বাগতিকদের ১০৭ রানের লক্ষ্য দিল দিশা বিশ্বাসের দল। 

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক দিশা। উদ্বোধনী জুটিতে আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা যোগ করেন ২৬ রান। ১২ রান করা মিষ্টিকে ফিরিয়ে দিয়ে জুটি ভাঙেন জেম্মা বোথা। এরপর দ্বিতীয় উইকেটে দিলারা আক্তার ও প্রত্যাশা ২৫ রানের জুটি গড়েন। দশম ওভারের শেষ বলে দিলারাকে ফেরান কায়লা রেয়নেকে। ২০ বলে ১৭ রান করেন দিলারা। ৩৩ বলে ২১ রান করা প্রত্যাশার উইকেটও তুলে নেন রেয়নেকে। 
 
দিলারা, প্রত্যাশা-এই দুই ব্যাটার দ্রুত বিদায় নিলে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৫৬ রান। এরপর চতুর্থ উইকেটে সুমাইয়া আক্তার ও স্বর্ণা আক্তার করেন ৩১ রানের জুটি। ১৮ বলে ২০ রান করেন স্বর্ণা। ১৭ তম ওভারের চতুর্থ বলে স্বর্ণাকে ফেরান রেয়নেকে। ওই ওভারের শেষ বলে মারুফা আক্তারকেও তুলে নেন দক্ষিণ আফ্রিকার এই অফস্পিনার। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ করে ৬ উইকেটে ১০৬ রান। স্বাগতিক বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন রেয়নেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত