ক্রীড়া ডেস্ক
কিছু বুঝে ওঠার আগেই রিজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তানজিদ তামিম আরেকটু চেষ্টা করলে ধরতেই পারতেন। মেহেদী হাসান মিরাজের পাশাপাশি হতাশ হতে হয়েছে পুরো বাংলাদেশ দলকে। তবে শুরুর সেই ক্যাচ মিসের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। ১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর হতো ১ উইকেটে ৬ রান। হেনড্রিকস তখনো রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে প্রোটিয়ারা করেছে ৬৭ রান। ডি কক ব্যাটিং করছেন ৩৮ রানে। অন্যদিকে মার্করাম অপরাজিত আছেন ১৫ রানে।
কিছু বুঝে ওঠার আগেই রিজা হেনড্রিকসের ব্যাট ছুঁয়ে বল চলে যায় স্লিপে। তুলনামূলক কঠিন ক্যাচ হলেও তানজিদ তামিম আরেকটু চেষ্টা করলে ধরতেই পারতেন। মেহেদী হাসান মিরাজের পাশাপাশি হতাশ হতে হয়েছে পুরো বাংলাদেশ দলকে। তবে শুরুর সেই ক্যাচ মিসের ধাক্কা দ্রুত কাটিয়ে উঠেছে বাংলাদেশ।
ফিট হয়ে না ওঠায় আজও বাংলাদেশের বিপক্ষে নেই টেম্বা বাভুমা। বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিচ্ছেন এইডেন মার্করাম। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্করাম। ব্যাটিং নেওয়ার অল্প সময়ের মধ্যেই প্রথম উইকেট পড়তে পারত দক্ষিণ আফ্রিকার। ১.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর হতো ১ উইকেটে ৬ রান। হেনড্রিকস তখনো রানের খাতা খুলতে পারেননি।
জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি হেনড্রিকস। সপ্তম ওভারের প্রথম বলে শরীফুল ইসলামের অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে যান হেনড্রিকস। দক্ষিণ আফ্রিকার ওপেনারকে বোল্ড করে নাচলেন শরীফুল। ১৯ বলে ১ চারে ১২ রান করেন দক্ষিণ আফ্রিকার ওপেনার। দক্ষিণ আফ্রিকার স্কোর তখন ৬.১ ওভারে ১ উইকেটে ৩৩ রান। এরপর ৩ নম্বরে ব্যাটিংয়ে এসেও ইনিংস বড় করতে পারলেন না রাসি ফন ডার ডুসেন। অষ্টম ওভারের পঞ্চম বলে দক্ষিণ আফ্রিকার ব্যাটারকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৭ বলে ১ রান করেছেন ডুসেন।
হেনড্রিকস, ডুসেনের বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রান। এরপর ৪ নম্বরে ব্যাটিংয়ে আসেন মার্করাম। ওপেনার ডি কক ও মার্করাম বেশ সাবলীলভাবেই এগোচ্ছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে ২ উইকেটে প্রোটিয়ারা করেছে ৬৭ রান। ডি কক ব্যাটিং করছেন ৩৮ রানে। অন্যদিকে মার্করাম অপরাজিত আছেন ১৫ রানে।
৩৫ পেরোলেই উপমহাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে অবসরের গুঞ্জনটা বেশিই শোনা যায়। ৩৬ ও ৩৭ বছর বয়সী বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অবসর নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। বিশেষ করে, রোহিতকে নিয়ে ফিসফাস একটু বেশিই শোনা গেছে।
৪ ঘণ্টা আগেভয়াবহ বন্যা আঘাত হেনেছে আর্জেন্টিনায়। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনজীবন বিপর্যস্ত। দেশের মানুষের এই দুঃসময়ে প্রাণ কাঁদছে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
৬ ঘণ্টা আগেনিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হলেও ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনাল হয়েছে সেখানে। ৮ দলের অংশগ্রহণে ১৫ ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। যেখানে ভারতেরই দাপট বেশি।
৭ ঘণ্টা আগে