Ajker Patrika

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক তৌহিদ হৃদয়ের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫: ০৮
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক তৌহিদ হৃদয়ের

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে তৌহিদ হৃদয়ের। সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ব্যাটার।

 ৮ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে রনি তালুকদারের। একাদশে আছেন ২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলা বাঁহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারিও। তিন পেসার, এক স্পিনার ও এক অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অন্যদিকে পাঁচ পেসার আর দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে ইংল্যান্ড।

টি-টোয়েন্টির ১৭ বছরের পথচলায় দুই দল প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপের আগে এই সংস্করণে দুই দল মুখোমুখি হয়নি একবারও। সেবার আবুধাবিতে দুই দলের এখন পর্যন্ত একমাত্র লড়াইটি জিতেছিল ইংল্যান্ড। এরপর দুই দলের নেতৃত্বেও এসেছে পরিবর্তন।

মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা নিয়েছেন সাকিব, এউইন মরগানের জায়গায় জস বাটলার। আগের দুই অধিনায়কের একজন মরগান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরই নিয়ে ফেলেছেন, মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য দলে না থাকলেও এখনো শেষ ঘোষণা করেননি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দুই দলই দল গোছাচ্ছে। সিরিজটি তাই এক অর্থে হয়ে যাচ্ছে, পরীক্ষা-নীরিক্ষারও।

বাংলাদেশ দল: 
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।

ইংল্যান্ড দল:
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, ডেভিড মালান, মঈন আলী, বেন ডাকেট, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত