Ajker Patrika

আইপিএলে কিপটে বোলারদের তালিকায় মোস্তাফিজ আছেন তিনে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৫: ৩৪
Thumbnail image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখন পর্যন্ত বল হাতে দারুণ ধারাবাহিক মোস্তাফিজুর রহমান। উইকেট না পেলেও কিপটে বোলিংয়ে নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। কমপক্ষে ১২ ওভার বোলিং করে সবচেয়ে কম রান দিয়েছেন এমন বোলারদের তালিকায় ৩ নম্বরে আছেন দিল্লি ক্যাপিটালসের এই পেসার।

দিল্লির প্রথম ম্যাচে সুযোগ পাননি মোস্তাফিজ। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই নিজের মূল্য বুঝিয়েছেন এই বাংলাদেশি পেসার। গুজরাট টাইটানসের বিপক্ষে দল হারলেও ২৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে চমক দেখিয়েছিলেন। ম্যাচের পর দিল্লির প্রধান কোচ রিকি পন্টিংয়ের কাছ থেকে বিশেষ পুরস্কার হিসেবে লোগো সংবলিত কোট পিন উপহার পান ‘দ্য ফিজ’। 

দ্বিতীয় ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষেও মোস্তাফিজ ছিলেন মিতব্যয়ী। কোনো উইকেট না পেলেও দিয়েছিলেন ২৬ রান। এই ম্যাচেও অবশ্য হেরেছে তাঁর দল দিল্লি। নিজের তৃতীয় ম্যাচে এসে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছিলেন ‘কাটার মাস্টার।’ উইকেটশূন্য মোস্তাফিজ ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। 

 ৩ ম্যাচে ১২ ওভার বোলিং করে মোস্তাফিজ দিয়েছেন ৭০ রান। ৩ ম্যাচে ৩ উইকেট পেলেও ইকোনমি নজরকাড়া। ওভারপ্রতি গড়ে রান দিয়েছেন ৫.৮৩, যা আইপিএলে এখন পর্যন্ত তৃতীয় সর্বনিম্ন ইকোনমি। এই তালিকায় মোস্তাফিজের ওপরে আছে শুধু সুনীল নারাইন ও হার্শাল প্যাটেল। আজ রাত ৮টায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামবে মোস্তাফিজের দিল্লি। বিরাট কোহলিদের হারালেই অন্য ছয় দলের মতো মোস্তাফিজদের পয়েন্টও দাঁড়াবে ছয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত