Ajker Patrika

তাইজুল-ফিলিপসকে পেছনে ফেলে সেরা কামিন্স 

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৪: ৩৫
তাইজুল-ফিলিপসকে পেছনে ফেলে সেরা কামিন্স 

২০২৩ সালটা প্যাট কামিন্সের জন্য যেন ছিল সবকিছু পাওয়ার এক বছর। ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ—কামিন্সের নেতৃত্বে দুটি আইসিসি ইভেন্ট জিতেছিল অস্ট্রেলিয়া। একই সঙ্গে অ্যাশেজও ড্র করে অজিরা। বছরের শেষ মাস ডিসেম্বরের সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন কামিন্স। 

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ ২০২৩ সালের ডিসেম্বর মাসের সেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। তাইজুল ইসলাম ও গ্লেন ফিলিপসকে টপকে মাসসেরা হয়েছেন কামিন্স। ডিসেম্বরে কামিন্স আন্তর্জাতিক ক্রিকেটে খেলেন ২ ম্যাচ। সে দুটিই পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট। অস্ট্রেলিয়ার পেসার নিয়েছেন ১৩ উইকেট, যার মধ্যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে নিয়েছেন ১০ উইকেট। তাতে পেয়েছিলেন ম্যাচ-সেরার পুরস্কারও। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে ম্যাচ-সেরা তাইজুল ইসলাম। ছবি: এএফপি অন্যদিকে ২০২৩-এর শেষের দিকে তাইজুল দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে। সেই সিরিজে ১৫ উইকেট নিয়ে জিতেছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার। যার মধ্যে ডিসেম্বরে মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। একই সিরিজে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন গ্লেন ফিলিপস। সিরিজের দ্বিতীয় টেস্টে ১২৭ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হয়েছিলেন ফিলিপস। তবে বছরের শেষ অংশটা ভালো যায়নি ফিলিপসের। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ফিলিপস করেন ১০ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত