ক্রীড়া ডেস্ক
দাসুন শানাকাকে এক অর্থে সুযোগ করে দিয়েছেন গ্লেন ফিলিপস। কুঁচকির চোটে ২০২৫ আইপিএলই শেষ হয়ে যায় ফিলিপসের। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে আইপিএলের মাঝপথে শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স।
শানাকাকে নেওয়ার কথা গত রাতে নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। লঙ্কান তারকা অলরাউন্ডারকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৭ লাখ টাকা। আইপিএলে সর্বসাকল্যে তিন ম্যাচ খেলেছেন শানাকা। ২০২৩ সালে গুজরাটেই এই তিন ম্যাচ খেলেছিলেন তিনি। ৩ ম্যাচে করেছিলেন ২৬ রান। বোলিংয়ের সুযোগ অবশ্য তখন পাননি তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাজপাখির মতো তিনটি ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিলেন ফিলিপস। কিউই এই ক্রিকেটার ব্যাটিং, বোলিংয়েও যথেষ্ট কার্যকরী। তবে এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ মেলেনি তাঁর। ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। তখনই কুঁচকির চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। পরবর্তীতে ১২ এপ্রিল জানা যায়, আইপিএলই শেষ হয়ে গেছে তাঁর।
গুজরাট টাইটান্স ফিলিপসের পাশাপাশি আরেক বিদেশি তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাকেও মিস করছে। ৩ এপ্রিল ব্যক্তিগত কাজে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন রাবাদা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কবে আইপিএল খেলতে ভারতে ফিরবেন, সে ব্যাপারে পরে আর কিছু জানা যায়নি। গুজরাটও তাঁর কোনো বদলি ক্রিকেটার নেয়নি।
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত আইপিএলে সব মিলিয়ে ফিলিপস খেলেছেন ৮ ম্যাচ। ৯.২৮ গড়ে করেছেন ৬৫ রান। স্ট্রাইকরেট ১১৮.১৮। ২০২৩-এর ২১ মে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ মাঠে নেমেছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে করেছিলেন কেবল ১ রান। ২০২৪ আইপিএলে হায়দরাবাদে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। অন্যদিকে শানাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইএল টি-টোয়েন্টি, আবুধাবি টি-টেন, লঙ্কা টি-টেন—বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।
দাসুন শানাকাকে এক অর্থে সুযোগ করে দিয়েছেন গ্লেন ফিলিপস। কুঁচকির চোটে ২০২৫ আইপিএলই শেষ হয়ে যায় ফিলিপসের। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে আইপিএলের মাঝপথে শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স।
শানাকাকে নেওয়ার কথা গত রাতে নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। লঙ্কান তারকা অলরাউন্ডারকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৭ লাখ টাকা। আইপিএলে সর্বসাকল্যে তিন ম্যাচ খেলেছেন শানাকা। ২০২৩ সালে গুজরাটেই এই তিন ম্যাচ খেলেছিলেন তিনি। ৩ ম্যাচে করেছিলেন ২৬ রান। বোলিংয়ের সুযোগ অবশ্য তখন পাননি তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাজপাখির মতো তিনটি ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিলেন ফিলিপস। কিউই এই ক্রিকেটার ব্যাটিং, বোলিংয়েও যথেষ্ট কার্যকরী। তবে এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ মেলেনি তাঁর। ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। তখনই কুঁচকির চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। পরবর্তীতে ১২ এপ্রিল জানা যায়, আইপিএলই শেষ হয়ে গেছে তাঁর।
গুজরাট টাইটান্স ফিলিপসের পাশাপাশি আরেক বিদেশি তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাকেও মিস করছে। ৩ এপ্রিল ব্যক্তিগত কাজে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন রাবাদা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কবে আইপিএল খেলতে ভারতে ফিরবেন, সে ব্যাপারে পরে আর কিছু জানা যায়নি। গুজরাটও তাঁর কোনো বদলি ক্রিকেটার নেয়নি।
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত আইপিএলে সব মিলিয়ে ফিলিপস খেলেছেন ৮ ম্যাচ। ৯.২৮ গড়ে করেছেন ৬৫ রান। স্ট্রাইকরেট ১১৮.১৮। ২০২৩-এর ২১ মে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ মাঠে নেমেছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে করেছিলেন কেবল ১ রান। ২০২৪ আইপিএলে হায়দরাবাদে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। অন্যদিকে শানাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইএল টি-টোয়েন্টি, আবুধাবি টি-টেন, লঙ্কা টি-টেন—বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।
শ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৪ মিনিট আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৩৪ মিনিট আগে২১ মাস পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। শ্রীলঙ্কা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও সুযোগ পেয়েছেন কেবল একটি ম্যাচে। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার সুযোগ পান তিনি। সেটিও উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের হঠাৎ অসুস্থতার কারণে। পরিকল্পনায় তাঁর থাকার কথা ছিল পাঁচ নম্বরে,
৩ ঘণ্টা আগেবলার মতো নামের লম্বা সারি নেই। এই মুহূর্তে আছেন শুধু রিশাদ হোসেন। লেগ স্পিনের গুরুত্ব বুঝতেও বেশ সময় লেগেছে বাংলাদেশের। সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো-চন্ডিকা হাথুরুসিংহে একরকম মরুভূমিতেই যেন লেগ স্পিনের গাছ ফলাতে চাইলেন। মাঝেমধ্যে আবার কেউ এলেও থিতু হতে পারেননি।
৪ ঘণ্টা আগে