ক্রীড়া ডেস্ক
দাসুন শানাকাকে এক অর্থে সুযোগ করে দিয়েছেন গ্লেন ফিলিপস। কুঁচকির চোটে ২০২৫ আইপিএলই শেষ হয়ে যায় ফিলিপসের। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে আইপিএলের মাঝপথে শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স।
শানাকাকে নেওয়ার কথা গত রাতে নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। লঙ্কান তারকা অলরাউন্ডারকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৭ লাখ টাকা। আইপিএলে সর্বসাকল্যে তিন ম্যাচ খেলেছেন শানাকা। ২০২৩ সালে গুজরাটেই এই তিন ম্যাচ খেলেছিলেন তিনি। ৩ ম্যাচে করেছিলেন ২৬ রান। বোলিংয়ের সুযোগ অবশ্য তখন পাননি তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাজপাখির মতো তিনটি ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিলেন ফিলিপস। কিউই এই ক্রিকেটার ব্যাটিং, বোলিংয়েও যথেষ্ট কার্যকরী। তবে এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ মেলেনি তাঁর। ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। তখনই কুঁচকির চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। পরবর্তীতে ১২ এপ্রিল জানা যায়, আইপিএলই শেষ হয়ে গেছে তাঁর।
গুজরাট টাইটান্স ফিলিপসের পাশাপাশি আরেক বিদেশি তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাকেও মিস করছে। ৩ এপ্রিল ব্যক্তিগত কাজে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন রাবাদা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কবে আইপিএল খেলতে ভারতে ফিরবেন, সে ব্যাপারে পরে আর কিছু জানা যায়নি। গুজরাটও তাঁর কোনো বদলি ক্রিকেটার নেয়নি।
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত আইপিএলে সব মিলিয়ে ফিলিপস খেলেছেন ৮ ম্যাচ। ৯.২৮ গড়ে করেছেন ৬৫ রান। স্ট্রাইকরেট ১১৮.১৮। ২০২৩-এর ২১ মে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ মাঠে নেমেছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে করেছিলেন কেবল ১ রান। ২০২৪ আইপিএলে হায়দরাবাদে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। অন্যদিকে শানাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইএল টি-টোয়েন্টি, আবুধাবি টি-টেন, লঙ্কা টি-টেন—বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।
দাসুন শানাকাকে এক অর্থে সুযোগ করে দিয়েছেন গ্লেন ফিলিপস। কুঁচকির চোটে ২০২৫ আইপিএলই শেষ হয়ে যায় ফিলিপসের। নিউজিল্যান্ডের এই তারকা ক্রিকেটারের পরিবর্তে আইপিএলের মাঝপথে শানাকাকে নিয়েছে গুজরাট টাইটান্স।
শানাকাকে নেওয়ার কথা গত রাতে নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। লঙ্কান তারকা অলরাউন্ডারকে ৭৫ লাখ রুপিতে নিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১ কোটি ৭ লাখ টাকা। আইপিএলে সর্বসাকল্যে তিন ম্যাচ খেলেছেন শানাকা। ২০২৩ সালে গুজরাটেই এই তিন ম্যাচ খেলেছিলেন তিনি। ৩ ম্যাচে করেছিলেন ২৬ রান। বোলিংয়ের সুযোগ অবশ্য তখন পাননি তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাজপাখির মতো তিনটি ক্যাচ ধরে ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছিলেন ফিলিপস। কিউই এই ক্রিকেটার ব্যাটিং, বোলিংয়েও যথেষ্ট কার্যকরী। তবে এবারের আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সুযোগ মেলেনি তাঁর। ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। তখনই কুঁচকির চোটে পড়েছিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার। পরবর্তীতে ১২ এপ্রিল জানা যায়, আইপিএলই শেষ হয়ে গেছে তাঁর।
গুজরাট টাইটান্স ফিলিপসের পাশাপাশি আরেক বিদেশি তারকা ক্রিকেটার কাগিসো রাবাদাকেও মিস করছে। ৩ এপ্রিল ব্যক্তিগত কাজে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দিয়েছিলেন রাবাদা। কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কবে আইপিএল খেলতে ভারতে ফিরবেন, সে ব্যাপারে পরে আর কিছু জানা যায়নি। গুজরাটও তাঁর কোনো বদলি ক্রিকেটার নেয়নি।
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত আইপিএলে সব মিলিয়ে ফিলিপস খেলেছেন ৮ ম্যাচ। ৯.২৮ গড়ে করেছেন ৬৫ রান। স্ট্রাইকরেট ১১৮.১৮। ২০২৩-এর ২১ মে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সবশেষ মাঠে নেমেছিলেন। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে করেছিলেন কেবল ১ রান। ২০২৪ আইপিএলে হায়দরাবাদে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তাঁর। অন্যদিকে শানাকা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইএল টি-টোয়েন্টি, আবুধাবি টি-টেন, লঙ্কা টি-টেন—বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন।
জিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
২ ঘণ্টা আগেনাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনো মোকাবিলা করতে হয়নি নাহিদ রানা বোলিং। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার...
২ ঘণ্টা আগেসিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
৪ ঘণ্টা আগে