Ajker Patrika

সাদা বলের অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি! 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪১
সাদা বলের অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি! 

বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়বেন, খবরটা ভারতীয় ক্রিকেট নাড়িয়ে দেওয়ার মতোই! তবে এক্ষুনি দায়িত্ব ছাড়ছেন না তিনি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সাদা বলের দায়িত্ব ছাড়তে পারেন বর্তমানে ভারতকে তিন সংস্করণে নেতৃত্ব দেওয়া কোহলি। 

অধিনায়ক কোহলির সময়টা খারাপ যাচ্ছে না। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের পর তো চারদিক থেকে দারুণ প্রশংসা বাণী ছুটে যাচ্ছে তাঁর দিকে। তবে অধিনায়কের আগে তো কোহলি একজন সময়ের সেরা ব্যাটসম্যান। এই পরিচয়েই তো তিনি বিশ্ব ক্রিকেট মাত করেছেন। ইদানীং সেই ব্যাটসম্যান পরিচয়ের আলোটা নিজের দিকে রাখতে পারছেন না তিনি। 

রান করাটাকে ‘রুটিন কাজ’ বানিয়ে ফেলা কোহলির ব্যাট গত দুই বছর সেভাবে কথা বলছে না। এই ব্যাপারটাই ভাবিয়ে তুলেছে ভারতীয় অধিনায়ককে। ব্যাটিংয়ে আগের সেই অপরাজেয় ভাবটা ফিরিয়ে আনতে মরিয়া হয়ে আছেন কোহলি। নিজের ওপর চাপ কমাতে তাই সাদা বলের অধিনায়কত্ব ছাড়ার কথা ভাবছেন তিনি। 

আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনো জানা যায়নি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা কোহলি নিজেই দেবেন। টাইমস অব ইন্ডিয়ার একটি সূত্র বলছে, ‘বিরাটের পক্ষ থেকেই ঘোষণাটা আসেবে। সে এখন ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে চায়। আগের অবস্থানে ফিরে যেতে চায় সে-বিশ্বের সেরা ব্যাটসম্যান।’

২০১৯ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে কলকাতা টেস্টের পর থেকে কোহলির ফর্মহীনতা চলছে। সেটা কাটিয়ে উঠতে পারেননি সর্বশেষ ইংল্যান্ড সিরিজেও। বারবার হতাশ হচ্ছেন। ভালো শুরু গুলো আঁটকে যাচ্ছে মাঝপথে। কোহলি মনে করেন, ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে আরও কাজ করা দরকার তাঁর। 

সাদা বলে ভারতকে ১৪০ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন কোহলি। জয় পেয়েছেন যার ৯৪টিতেই। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান অধিনায়কত্ব ছাড়লে সাদা বলের নেতৃত্বে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। কোহলির অনুপস্থিতে আগেও দায়িত্ব সামলেছেন তিনি। দুই সংস্করণ মিলিয়ে ভারতকে ২৯টি ম্যাচ নেতৃত্ব দিয়েছেন রোহিত। রেকর্ডও কথা বলছে তাঁর হয়ে। ২৩ ম্যাচেই যে জয় নিয়ে ফিরেছেন। 

৩৪ বছর বয়সী রোহিতের নেতৃত্বগুণ অবশ্য বেশ আগে থেকেই প্রশংসা কুড়িয়েছে ভারতের ক্রিকেট মহলে। আইপিএলে সবচেয়ে বেশি পাঁচ বার তাঁর নেতৃত্বে শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, অধিনায়কত্ব দেওয়ার আগে রোহিতকে একটি শর্ত দিতে পারে বোর্ড। ক্রিকেটে ফিটনেসকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার কোহলির চেয়ে কিছুটা ব্যতিক্রম রোহিত। সেই ফিটনেসের পরীক্ষাটাই দিতে হবে রোহিতকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত