ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় আম্পায়ারিং। ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে সাবেক ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) তুমুল সমালোচনা করেছেন। এবার এ ব্যাপারে কথা বললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। বিনির দাবি, আইসিসির থেকে ভারত কোনো সুবিধা পায়নি।
গত ২ নভেম্বর অ্যাডিলেডে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। এই ম্যাচে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত ছিল বিতর্কিত। বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ তোলার পরও আম্পায়াররা তা আমলে নেননি। এমনকি বৃষ্টি থামার পর ভেজা আউটফিল্ডে খেলোয়াড়দের তড়িঘড়ি করে খেলতে নামানোর অভিযোগও উঠেছে। ম্যাচ শেষে নেটিজেনরা বিসিসিআই ও আইসিসিকে কড়া বিদ্রূপ করেছেন।
তুমুল বিতর্কিত আম্পায়ারিং ইস্যু নিয়ে কথা বললেন বিনি। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘এটা সত্য না। আমার মনে হয় না আইসিসির থেকে আমরা সুবিধা পেয়েছি। সবার সঙ্গে একই আচরণ করা হয়। এটা বলার কোনো সুযোগ নেই। আমরা অন্য দলগুলোর থেকে কী পাই? ভারত ক্রিকেটের বড় পরাশক্তি, কিন্তু আমরা সবাইকে সমান চোখে দেখি।’
৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এর পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই সমান ৪ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিনে পাকিস্তান এবং চারে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে জিম্বাবুয়ে এবং ২ পয়েন্ট নিয়ে তলানিতে নেদারল্যান্ডস। গ্রুপ-২-এর বাকি থাকা ম্যাচ তিনটি হবে আগামীকাল।
বাংলাদেশ-ভারত ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় আম্পায়ারিং। ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে সাবেক ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) তুমুল সমালোচনা করেছেন। এবার এ ব্যাপারে কথা বললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। বিনির দাবি, আইসিসির থেকে ভারত কোনো সুবিধা পায়নি।
গত ২ নভেম্বর অ্যাডিলেডে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। এই ম্যাচে আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত ছিল বিতর্কিত। বিরাট কোহলির বিরুদ্ধে ফেক ফিল্ডিংয়ের অভিযোগ তোলার পরও আম্পায়াররা তা আমলে নেননি। এমনকি বৃষ্টি থামার পর ভেজা আউটফিল্ডে খেলোয়াড়দের তড়িঘড়ি করে খেলতে নামানোর অভিযোগও উঠেছে। ম্যাচ শেষে নেটিজেনরা বিসিসিআই ও আইসিসিকে কড়া বিদ্রূপ করেছেন।
তুমুল বিতর্কিত আম্পায়ারিং ইস্যু নিয়ে কথা বললেন বিনি। এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘এটা সত্য না। আমার মনে হয় না আইসিসির থেকে আমরা সুবিধা পেয়েছি। সবার সঙ্গে একই আচরণ করা হয়। এটা বলার কোনো সুযোগ নেই। আমরা অন্য দলগুলোর থেকে কী পাই? ভারত ক্রিকেটের বড় পরাশক্তি, কিন্তু আমরা সবাইকে সমান চোখে দেখি।’
৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এর পয়েন্ট তালিকার শীর্ষে এখন ভারত। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৫। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই সমান ৪ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিনে পাকিস্তান এবং চারে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে জিম্বাবুয়ে এবং ২ পয়েন্ট নিয়ে তলানিতে নেদারল্যান্ডস। গ্রুপ-২-এর বাকি থাকা ম্যাচ তিনটি হবে আগামীকাল।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে