Ajker Patrika

রাজনীতির মাঠের সাকিবকে ক্রিকেট মাঠে মিস করবেন শান্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১৩: ২৯
রাজনীতির মাঠের সাকিবকে ক্রিকেট মাঠে মিস করবেন শান্ত

বিশ্বকাপের পর নির্বাচনের মাঠে তৎপর বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে কাল সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। চোটের কারণে আগেই দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন এই অলরাউন্ডার। 

নির্বাচনের কারণে আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডে ফিরতি সফরের সিরিজেও সাকিবকে পাওয়ার সম্ভাবনা নেই বললে চলে। আওয়ামী লীগ থেকে দ্বাদশ নির্বাচনের জন্য মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন তিনি। নিয়মিত অধিনায়ক সাকিব না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত। 

একদিকে নির্বাচনের মাঠে লড়ছেন সাকিব, অন্যদিকে তাঁকে ছাড়াই খেলতে নামছে বাংলাদেশ দল। তবে এত কিছুর মধ্যেও ফোন করে দলের খোঁজ নিয়েছেন তিনি। জানিয়েছেন শুভ কামনা। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানিয়েছেন, অধিনায়ক সাকিবে তিনি নিজে এবং দলের প্রত্যেক খেলোয়াড় মিস করবেন। 

নিয়মিত অধিনায়ক ভোটের মাঠে, খেলার মাঠে কতটুকু মিস করবেন, যেহেতু প্রথমবার অধিনায়কত্ব করছেন, তাঁর সঙ্গে একটু পরামর্শ করার ব্যাপার ছিল কি না? সাংবাদিকের এমন প্রশ্নে শান্তর জবাব, ‘হ্যাঁ, সাকিব ভাইকে তো অবশ্যই মিস করব। আমার মনে হয়, প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। গতকাল রাতে ফোন করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন। সব খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়েছেন ভালো করার। বলেছেন, আমরা যে জিনিসটা পারি ওটাই যেন করি। এ রকমই কথা হয়েছে আরকি।’ 

বিশ্বকাপের আগে থেকে শুরু হওয়া কোচ চন্ডিকা হাথুরুসিংহের ব্যাটিং অর্ডারের পরীক্ষা-নিরীক্ষা এবার টেস্টেও থাকবে কি না? এর উত্তরে শান্ত বললেন, ‘আমার মনে হয় টেস্ট ক্রিকেটে এ রকম পরীক্ষা-নিরীক্ষা হয় না। ব্যাটিং অর্ডার বা কোন সময় কে বোলিং করবে এ ব্যাপারগুলো নিয়ে মনে হয় না খুব বেশি পরিবর্তন হয়। আশা করব, এই জিনিসগুলো একই রকম থাকবে। আমার মনে হয়, অধিনায়ক ও কোচরা এটা নিয়ে অবগত আছেন। মনে হয় না খুব পরিবর্তন হয় টেস্ট ক্রিকেট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত