টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকের দিনই সুখবর পেয়েছেন লিটন দাস। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তাঁকে নিয়েছে সারে জাগুয়ারস। কানাডার লিগে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন লিটন।
সারে জাগুয়ারস আজ তাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করেছে। সেই ভিডিও বার্তায় লিটন বলেন, ‘সবাইকে স্বাগত। আমি লিটন দাস। সারে জাগুয়ারসের অংশ হয়ে বেশ রোমাঞ্চিত। আশা করি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আমাদের সমর্থন দেবেন। ২০ জুলাই টুর্নামেন্ট শুরু হবে। দেখা হবে তখন।’
লিটনের সঙ্গে সাকিব আল হাসানও খেলবেন কানাডার লিগে। সাকিব খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে। মন্ট্রিলে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। লিটনের সারে জাগুয়ারসও তারকাসমৃদ্ধ। সারেতে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, করিম জানাত, জেসন বেহেরনডফের মতো তারকারা। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে বিসিবি থেকে সাকিব, লিটন দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় মৌসুম শুরু হবে আগামী ২০ জুলাই। ৬ আগস্ট হবে ফাইনাল। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে হয়েছে কানাডার এই লিগের মৌসুম। প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ভ্যাংকুভার নাইটস আর উইনিপেগ হকস দ্বিতীয় মৌসুমের চ্যাম্পিয়ন।
টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকের দিনই সুখবর পেয়েছেন লিটন দাস। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তাঁকে নিয়েছে সারে জাগুয়ারস। কানাডার লিগে খেলতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন লিটন।
সারে জাগুয়ারস আজ তাদের ফেসবুক পেজে ভিডিও আপলোড করেছে। সেই ভিডিও বার্তায় লিটন বলেন, ‘সবাইকে স্বাগত। আমি লিটন দাস। সারে জাগুয়ারসের অংশ হয়ে বেশ রোমাঞ্চিত। আশা করি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে আমাদের সমর্থন দেবেন। ২০ জুলাই টুর্নামেন্ট শুরু হবে। দেখা হবে তখন।’
লিটনের সঙ্গে সাকিব আল হাসানও খেলবেন কানাডার লিগে। সাকিব খেলবেন মন্ট্রিল টাইগার্সের হয়ে। মন্ট্রিলে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। লিটনের সারে জাগুয়ারসও তারকাসমৃদ্ধ। সারেতে খেলবেন অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, করিম জানাত, জেসন বেহেরনডফের মতো তারকারা। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে বিসিবি থেকে সাকিব, লিটন দুজনই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন। ছয় দলের এই টুর্নামেন্টে প্রতি দলের স্কোয়াডে ১৬ জন খেলোয়াড় থাকবেন। দুজন করে খেলোয়াড় হবেন আইকন।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগের তৃতীয় মৌসুম শুরু হবে আগামী ২০ জুলাই। ৬ আগস্ট হবে ফাইনাল। এর আগে ২০১৮ ও ২০১৯ সালে হয়েছে কানাডার এই লিগের মৌসুম। প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে ভ্যাংকুভার নাইটস আর উইনিপেগ হকস দ্বিতীয় মৌসুমের চ্যাম্পিয়ন।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৬ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১২ ঘণ্টা আগে